বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Police bite: ছোট ঘটনায় কলঙ্ক… কামড়কাণ্ডে মুখ খুললেন সৌগত রায়

Police bite: ছোট ঘটনায় কলঙ্ক… কামড়কাণ্ডে মুখ খুললেন সৌগত রায়

সৌগত রায়, তৃণমূল সাংসদ

ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কোনও আন্দোলনকারী যদি পুলিশকে কামড়়ে দেয় তবে তিনিও কি কামড়ে দেবেন? পুলিশ রুলে কি তেমন কিছু আছে? এনিয়ে বাংলা জুড়ে চলছে তুমুল চর্চা। পুলিশের ওই ভূমিকাকে মানতে পারছেন না অনেকেই।

ছুটে এসে টেট আন্দোলনকারীকে কামড়ে দিচ্ছেন মহিলা পুলিশকর্মী। ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। আবার সেই আন্দোলনকারীকেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই কামড় নিয়ে মুখ খুললেন প্রবীন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত রায় সাংবাদমাধ্যমে জানিয়েছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। না হলেই ভালো হত। আসলে কনফিউজিং রিপোর্ট আছে। পুলিশ বলছে ওই পুলিশকর্মীকে আগে কামড়ানো হয়েছে। পুলিশ কিন্তু ওইদিন লাঠিচার্জ করেনি বা কাঁদানে গ্যাস ছোড়েনি। এমনিতে পুলিশ ওইদিন সংযমী ছিল। কিন্তু ওইদিনের ছোট্ট ঘটনায় পুলিশ বাহিনী একটু কলঙ্কিত হল। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করে দেখুক।

তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কোনও আন্দোলনকারী যদি পুলিশকে কামড়়ে দেয় তবে তিনিও কি কামড়ে দেবেন? পুলিশ রুলে কি তেমন কিছু আছে? এনিয়ে বাংলা জুড়ে চলছে তুমুল চর্চা। পুলিশের ওই ভূমিকাকে মানতে পারছেন না অনেকেই। এদিকে পুলিশের এই ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পশ্চিম মেদিনীপুরের বিধায়ক অজিত মাইতি অবশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তুলেছেন, পুলিশকে কামড়ালে কি পুলিশ রসগোল্লা খাওয়াবে?

তবে অজিত মাইতির এই বক্তব্যকে ঘিরে ফের নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। তবে সামগ্রিকভাবে পুলিশের সেদিনের আচরণকে ঘিরে নিন্দার ঝড় বাংলা জুড়ে। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

 

বন্ধ করুন