ভোটের আগে জ্বালানি ও স্ট্যাম্প ডিউটিতে যে ছাড়ের কথা ঘোষণা করেছিল সরকার, তা প্রত্যাহার করে নেওয়া হল। এনিয়ে এবার তীব্র খোঁচা রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন তুলে ধরে তিনি এক্স হ্যান্ডেলে একথা লিখেছেন।
শুভেন্দু লিখেছেন, ভোটের আগে জ্বালানি ও স্ট্যাম্প ডিউটিতে পকেট ফ্রেন্ডলি যে ছাড়ের কথা ঘোষণা করেছিল সরকার, তা প্রত্যাহার করে নেওয়া হল।এই তথাকথিত জনগণের সরকার এবার সাধারণ মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভরানোর চেষ্টা।
শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার আগেই পেট্রল ও ডিজেলের ক্ষেত্রে ১ টাকা ছাড়ের কথা ঘোষণা করেছিলেন। আর সেই ছাড় আচমকা উঠে গেল। সেই রিবেট আর বহাল থাকল না। এবার পেট্রলের দাম ১.০১ টাকা প্রতি লিটার ও ডিজেল প্রতি লিটারে ১ টাকা করে বেড়ে গেল।
দিল্লিতে পেট্রলের দাম ৯৪.৭২ টাকা।
লখনউতে পেট্রলের দাম ৯৪.৬৫ টাকা
গুয়াহাটিতে দাম ৯৭.১৯ টাকা প্রতি লিটার।
আর কলকাতায় সেই পেট্রলের দাম প্রতি লিটার ১০৪.৯৫ টাকা।
সেই সঙ্গেই তিনি লিখেছেন, স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়, সার্কেল রেটে ১০ শতাংশ ছাড় আগেই ঘোষণা করেছিল বাংলার সরকার। …কিন্তু এখন থেকে ১ কোটি পর্যন্ত যে সম্পত্তির দাম তার জন্য শহর এলাকায় ৬ শতাংশ স্ট্যাম্প ডিউটি আর গ্রামীণ এলাকায় ৫ শতাংশ স্ট্যাম্প ডিউটি। আর ১ কোটির উপর দাম হলে অতিরিক্ত ১ শতাংশ করে স্ট্যাম্প ডিউটি থাকবে। লিখেছেন শুভেন্দু অধিকারী।
ভোটের ফলাফল ঘোষণার পরে অন্তত তিনবার ইউটার্ন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের। প্রথমটা হল বিজিবিএস আয়োজন না করা…
রাজ্যসরকার নামক জাহাজের বর্তমানে কোনও রাডার নেই। ডুবে যাবে। বাংলার মানুষের জন্য় আরও কঠিন সময় আসছে।
এদিকে হিন্দুস্তান টাইমস বাংলার খবরে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের বাজেটে যে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, তা ১ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হল। অর্থাৎ এবার থেকে আগের হারেই স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেট দিতে হবে। তার ফলে ফ্ল্যাট এবং বাড়ি আরও দামি হয়ে গেল।
আসলে অতিমারির সময় ফ্ল্যাটের বাজারে ধস নেমেছিল। সেই পরিস্থিতিতে ফ্ল্যাট এবং বাড়ি বিক্রির চাহিদা বাড়াতে স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেটে ছাড় দেওয়ার পথে হেঁটেছিল রাজ্য সরকার। সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটিতে দু'শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। আর সার্কেল রেটের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দিয়েছিল রাজ্য সরকার। তবে এবার সেই ছাড় তুলে নেওয়া হল।