বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নবমীতে মদের ফোয়ারা বাংলায়, বিক্রিতে কলকাতাকে ছাপিয়ে গেল একাধিক জেলা

নবমীতে মদের ফোয়ারা বাংলায়, বিক্রিতে কলকাতাকে ছাপিয়ে গেল একাধিক জেলা

নবমীতে মদ বিক্রিতে রেকর্ড। প্রতীকী ছবি 

পূর্ব মেদিনীপুর মদ বিক্রিতে অন্যান্য জেলাকেও টেক্কা দিয়েছে। সেখানে নবমীতে মদ বিক্রির পরিমাণ ৫ কোটি ৭৩ লাখ টাকা। উত্তরের প্রান্তিক জেলা কোচবিহারে মদ বিক্রি হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৫৯১ টাকা। বারুইপুর আবগারি জেলাতে শুধু নবমীতেই মদ বিক্রি হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকার।

দুর্গাপুজো শেষ। এবার দেখা যাক উৎসবের মরসুমে কত মদ বিক্রি হল রাজ্যে? তবে সেই ঘটনায় যে পরিসংখ্যান উঠে আসছে তা যথেষ্ট চমকপ্রদ। তবে এবার পুজোর আগে থেকেই মদ কেনার জন্য় একেবারে লাইন পড়ে গিয়েছিল তা দেখে চোখ কপালে উঠেছিল অনেকের। নবমীর দিন মদ বিক্রির হিসাবটা একবার দেখে নেওয়া যাক।

নবমীতে বিয়ার বিক্রি হয়েছে কলকাতার উত্তরভাগে ১৬,৫৮৯.৯৫ বাল্ক লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ১৭৯৪৭.৮১৫ বাল্ক লিটার ও দেশি মদ বিক্রি হয়েছে ৩৯.৮৪৩.৬৫ বাল্ক লিটার।

কলকাতায় নবমীতে মদ বিক্রির অঙ্ক ২ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৭২০ টাকার। সীমিত দোকান খোলা থাকলেও তার মধ্যেই মদ বিক্রির অঙ্ক এভাবেই বেড়েছে ।অন্যদিকে বিধাননগর আবগারি জেলাতে তুলনায় বেশি মদের দোকান খোলা ছিল। সেখানে মদ বিক্রির পরিমাণ ২ কোটি ৯৮ লাখ ১১ হাজার ৪৪২ টাকা। তবে শুধু যে কলকাতায় বা বিধাননগরেই রেকর্ড মদ বিক্রি হয়েছে এমনটা নয়।

জেলাস্তরেও একেবারে ঢালাও মদ বিক্রি হয়েছে। ডায়মণ্ডহারবারে নবমীতে মদের বিক্রির পরিমাণ টাকার অঙ্কে ৩ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার ৪৫৬ টাকার । এই পরিমাণ কলকাতা বা বিধাননগরের তুলনাতেও বেশি।

আর পূর্ব মেদিনীপুর মদ বিক্রিতে অন্যান্য জেলাকেও টেক্কা দিয়েছে। সেখানে নবমীতে মদ বিক্রির পরিমাণ ৫ কোটি ৭৩ লাখ টাকা। উত্তরের প্রান্তিক জেলা কোচবিহারে মদ বিক্রি হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৫৯১ টাকা। বারুইপুর আবগারি জেলাতে শুধু নবমীতেই মদ বিক্রি হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকার। 

বন্ধ করুন