তবে কি বড়দিনের কলকাতায় বড় নাশকতার ছক ছিল? কেন রাজারহাট এলাকায় মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক? নিউটাউনের সাপুরজি আবাসনের কাছ থেকে ফের বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমেছিল রাজ্যপুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তখনই গ্রেফতার করা হয় ২জনকে। ধৃতদের নাম জামির শেখ ও মহম্মদ শাকিল। তাদের কাছে থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ১৩ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট।
পুলিশ সূত্রে খবর ধৃতদের কাছ থেকে কার্বাইন জাতীয় আগ্নেয়াস্ত্র, ২টি নাইন এমএম পিস্তলও পাওয়া যায়। সাপুরজি বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে এসটিএফ এগুলি বাজেয়াপ্ত করে। এদিকে এই সাপুরজি আবাসনের কাছেই কিছুদিন আগে এনকাউন্টারের ঘটনা হয়েছিল। কিন্তু কেন এই বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করা হয়েছিল? তবে কি বড়দিনের বাংলায় বড় নাশকতার ছক ছিল? সঠিক সময়ে তা ভেস্তে দিল এসটিএফ।
প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের ধারণা, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে সম্ভবত নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিস্ফোরক বোঝাই ব্যাগ। আগ্নেয়াস্ত্রগুলিও বাসন্তীতে সাপ্লাই দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে রাজনৈতিক সংঘর্ষে কাজে লাগানোর জন্য এই বিস্ফোরক নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু বাসন্তীতে কে বা কারা এই অস্ত্র ও বিস্ফোরকের বরাত দিয়েছিল সেটা দেখা হচ্ছে। সেই সঙ্গেই ভাগলপুর থেকে এগুলি নিয়ে আসা হচ্ছিল বলেও পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার ব্যাপারে জানতে চাইছে এসটিএফ।