বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতির ‘‌ডিল ফাইনাল’‌ হতো সোমার পার্লারে, আর কী তথ্য পেল ইডি?‌

Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতির ‘‌ডিল ফাইনাল’‌ হতো সোমার পার্লারে, আর কী তথ্য পেল ইডি?‌

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ছবি (ANI Photo) (Saikat Paul)

কুন্তলের নাবালক দুই সন্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে দফায় দফায় সাড়ে তিন কোটি টাকা ঢুকেছিল। পরে সেই টাকা জমা পড়ে অন্য অ্যাকাউন্টে। কুন্তলের নাবালক দুই সন্তানের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা জমা ছিল। ইতিমধ্যেই সোমাকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী শুক্রবার ফের তাঁকে ডাকা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ একের পর এক নাম ভাসিয়ে দিলেও চাঞ্চল্যকর তথ্য জোগাড় করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এই নিয়োগ দুর্নীতির ডিল ফাইনাল হতো সোমা চক্রবর্তীর পার্লারে বলে তদন্তে নেমে তথ্য পেল ইডি। পার্লারের নাম ‘নেইল লাউঞ্জ @ সিসি’। আর ইংরেজি ভাষায় একটা কেতাদুরস্ত ট্যাগলাইন। যার বাংলা করলে দাঁড়ায়, ‘আসুন, পায়ের উপর পা তুলে বসুন এবং শ্যাম্পেনের গ্লাস হাতে উপভোগ করুন।’ ঠিকানা, সল্টলেক সিটি সেন্টার। অযোগ্যদের কাছে চাকরি বিক্রির অন্যতম ঠিকানা ছিল কুন্তল ঘোষের ‘বান্ধবী’ সোমার এই নেইল পার্লার বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দাদের।

একদিকে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম ভাসিয়ে দিয়েছিল কুন্তল ঘোষ। আবার সামনে আনা হয় সোমা চক্রবর্তীর নাম। ইডি সূত্রে খবর, বাঁকা পথে স্কুলে নিয়োগের জন্য যে বা যারা কুন্তলের সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ রাখত, তাদের একটা বড় অংশ সিটি সেন্টারের এই নেইল পার্লারে গিয়ে ‘ডিল’ ফাইনাল করেছে। এমনকী এই কাজের জন্য ‘ক্যাশ রিসিভিং’ কাউন্টারের কাজও করেছে সোমা চক্রবর্তীর ওই ‘সাজ ঘর’। সেখানেই জমা নেওয়া হতো চূড়ান্ত করা দক্ষিণা।

আর কী জানা যাচ্ছে?‌ ইডির হাতে তথ্য এসেছে, কুন্তলের সঙ্গে সোমার বন্ধুত্ব বেড়ে তা অন্তরঙ্গতায় পৌঁছেছিল। আর সোমা চক্রবর্তীর সূত্র ধরেই একাধিক বান্ধবী জুটেছিল কুন্তলের। যাঁদের নিয়েই শহর ও শহরতলির বিভিন্ন পানশালা, হোটেল এবং রিসর্টে চলত ধৃত যুবনেতার ‘ফুর্তি’। নিয়োগ দুর্নীতির টাকা ওই বান্ধবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে নানাভাবে কালো টাকা সাদা করা হয়েছে বলে সে তথ্যও জোগাড় করেছেন তদন্তকারীরা।

আর কী তথ্য উঠে এসেছে?‌ ইডি সূত্রে খবর, সোমা বিবাহিতা এবং রিজেন্ট পার্কের বাসিন্দা। কুন্তলের পরিচয় হয়েছিল ২০১৫ সালে। দু’‌জনের ‘‌কমন’‌ বন্ধুর সূত্রেই পরিচয় হয় সোমা–কুন্তলের। তারপরে সেটা অন্তরঙ্গতায় পৌঁছয়। অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার সিন্ডিকেটে যুক্ত হন সোমাও। ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত কুন্তলের নাবালক দুই সন্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে দফায় দফায় সাড়ে তিন কোটি টাকা ঢুকেছিল। পরে সেই টাকা বেরিয়ে জমা পড়ে অন্য অ্যাকাউন্টে। কুন্তলের নাবালক দুই সন্তানের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা জমা ছিল। কুন্তলের একগুচ্ছ বান্ধবীর সন্ধান পেয়েছে ইডি। ইতিমধ্যেই সোমাকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট না হওয়ায় আগামী শুক্রবার ফের তাঁকে ডাকা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

ভোটের আগে উত্তপ্ত সেই শীতলকুচি, অস্ত্র হাতে দাপাদাপি 'তৃণমূলের দুষ্কৃতীদের' অসুস্থ মুকুল রায়, ভর্তি করানো হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে রাত পোহালেই প্রথম দফার ভোট, অগ্নিপরীক্ষা কাদের? জানুন নজরকাড়া কেন্দ্র MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? থাকছে সাপ্লি, কবে সেমেস্টারের পরীক্ষা? কীভাবে উচ্চমাধ্যমিকের নম্বর যোগ? বলল সংসদ 'আমি গদ্দার, সরদার… মমতার মাথা খারাপ', চাঁচাছোলা আক্রমণ বিজেপির মিঠুন চক্রবর্তীর এক লাফে ৬ বছর পার,পর্ণা-সৃজনের মেয়ে এখন অনেকটাই বড়, 'নিম ফুলের মধু'তে বড় রদবদল ভাঙাচোরা হিন্দি বলে কটাক্ষের মুখে ভুতু! আর্শিয়াকে তুমুল ট্রোল করলেন নেটিজেনরা বজরংবলীর মূর্তি বাড়ির কোনদিকে রাখা শুভ? ২০২৪ হনুমান জয়ন্তীর আগে রইল বাস্তুটিপস 'গোটা দিন বিমানবন্দরে ঘুরলাম, ধরতেই পারল না,' ভিডিয়ো দেখেই গ্রেফতার ইউটিউবার

Latest IPL News

MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.