বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এক মাসে ভুল শোধরানো হোক, ততদিন নেওয়া যাবে না বিল, CESC-কে কড়া বার্তা রাজ্যের

এক মাসে ভুল শোধরানো হোক, ততদিন নেওয়া যাবে না বিল, CESC-কে কড়া বার্তা রাজ্যের

সিএসইসির অস্বাভাবিক চড়া বিলের বিরুদ্ধে কলকাতার রাস্তায় প্রতিবাদ (ছবি সৌজন্য এএনআই)

শনিবারের বিজ্ঞাপনে বিস্তারিত ব্যাখ্যা তো দূর অস্ত, নমো নমো করে মুখ বাঁচানোর পথে হেঁটেছে বিদ্যুৎ সংস্থা।

বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, তা ইতিমধ্যে স্পষ্ট। এই অবস্থায় মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে সিএসসিইকে 'অ্যাডভাইজরি' পাঠাচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, সেই অ্যাডভাইজরিতে এক মাসের মধ্যে ভুল ঠিক করার নির্দেশ করা হয়েছে। 

জুন মাসের বিদ্যুতের বিল নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সাধারণত অন্য বছর ওই সময়ে যা বিল আসে, তার থেকে দ্বিগুণ বেশি বিল এসেছে বলে দাবি অনেকের। কারোর কারোর তো আবার অভিযোগ, তিনগুণ বেশি বিল দিতে হচ্ছে। আমজনতা থেকে শুরু করে পরিচিত মুখ - সবাই একই অভিযোগ তুলেছেন। খোদ বিদ্যুৎমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও ‘মাত্রাতিরিক্ত’ বিল পাঠানো হয়েছে। বিল নিয়ে রোজ অসংখ্য অভিযোগও পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

এই অবস্থায় শুক্রবার সিইএসসি কর্তাদের ডেকে পাঠান বিদ্যুৎমন্ত্রী। কী কারণে এত বিল নেওয়া হচ্ছে, তা নিয়েও জবাবদিহি চান তিনি। শুধু তাই নয়, কোন নিয়মে বিল তৈরি হচ্ছে, কীভাবে তা হিসেবে করা হচ্ছে, তা নিয়ে শহরের অধিক প্রচারিত সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেন তিনি। সেইমতো শনিবার বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। কিন্তু সেই একই সাফাই গেয়েছে সিএসইসি। একইসঙ্গে সেই বিজ্ঞাপনে বিস্তারিত ব্যাখ্যা তো দূর অস্ত, নমো নমো করে মুখ বাঁচানোর পথে হেঁটেছে বিদ্যুৎ সংস্থা। তাতে আমজনতার ক্ষোভ কতটা মিটবে, তা নিয়ে ধোঁয়াশা আছে। তবে মন্ত্রী শুক্রবারই জানিয়েছেন, গ্রাহকরা সেই ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে আবারও সিএসসিই আধিকারিকদের তলব করা হবে।

তারইমধ্যে সিএসইসিকে অ্যাডভাইজরি পাঠানো হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। তাতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে বিলের ভুলত্রুটি ঠিক করতে হবে। ওই সময়ের মধ্যে কোনও গ্রাহকের থেকে বিল নেওয়া যাবে না এবং বিল না মেটাতে পারলে লাইনও কাটা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বাংলার মুখ খবর

Latest News

ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.