বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভ্যাপসা গরম থেকে স্বস্তি, টানা পাঁচ দিন বজ্র বিদ্যুৎ—সহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

ভ্যাপসা গরম থেকে স্বস্তি, টানা পাঁচ দিন বজ্র বিদ্যুৎ—সহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

হাঁসফাঁসে গরম থেকে স্বস্তি, টানা পাঁচ দিন বজ্র বিদ্যুৎ—সহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গে (ছবিটি প্রতীকী, সৌজন্য কেশব সিং/হিন্দুস্তান টাইমস)

২ মে থেকে ৬ মে পর্যন্ত টানা ৫ দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

স্লগ ওভারে টেনে ছক্কা হাঁকাচ্ছিল অস্বস্তিকর গরম। গতি কমিয়ে দিল বৃষ্টিপাতের পূর্বাভাস। একেতে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে জেরবার হয়ে পড়েছে গোটা রাজ্য। তার ওপর দোসর হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড গরম। এই জোড়া ফলায় কালঘাম ছুটছে শহরবাসীর। তবে মারণ ভাইরাসের হাত থেকে আপাতত রেহাই না—মিললেও এই ভ্যাপসা গরমের কবল থেকে মুক্তির স্বাদ যে পেতে চলেছেন রাজ্যবাসী, সেই বার্তাই বয়ে আনল আলিপুর আবহাওয়া দফতর।

 

ভোটগণনার দিন অর্থাৎ ২ মে থেকে ৬ মে পর্যন্ত টানা ৫ দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে।

ওই ৫ দিনের মধ্যে আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কী কারণ এই বৃষ্টি তার ব্যাখ্যাও দিয়েছে দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, মধ্যপ্রদেশের উপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এ রাজ্যের মধ্যভাগে সেই হাওয়া বলয়ের চাপের প্রভাব পড়বে। সেকারণেই এই বৃষ্টির সম্ভাবনা। আরেক দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকায়, ২ মে থেকে ৬ মে পর্যন্ত আর্দ্রতা বাড়বে রাজ্যে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২’‌মে রবিবার থেকে শুরু করে ওই সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে।

শুক্রবার দফতর আরও জানিয়েছে, ওই ৫ দিনের মধ্যে আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদও নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। ওই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া, ৩-৫ মে কোচবিহার, আলিপুরদুয়ার-সহ রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পরে। এর জেরে ওই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমবে। বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে বেরনোর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে কৃষকদের খোলা জমিতে কাজ বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

বাংলার মুখ খবর

Latest News

টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.