আছড়ে পড়ল রেমাল। রবিবার রাতে একেবারে তুমুল তাণ্ডব চালাচ্ছে রেমাল। একের পর এক নদীর জলস্রোত ক্রমশ বাড়ছে। হলদি নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। ৩-৪ ঘণ্টা ধরে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। দক্ষিণ ২৪ পরগনায় প্রবল হাওয়া আর বৃষ্টির দাপট।
উত্তাল দিঘার সমুদ্র। ইছামতী নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। ১০৫-১২০ কিমি বেগে ঝড়ের গতিবেগ। রেমালের প্রভাবে বিভিন্ন জায়গায় প্রবল সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল।
বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যপক ঝড় বৃষ্টি হচ্ছে। বহু মানুষকে ফ্লাড সেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়া, দুই ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে অন্তত লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।
কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে গিয়েছে। পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। রাজভবন, পুরসভা থেকে চলছে পরিস্থিতির উপর নজরদারি।
মূলত উপকূলবর্তী এলাকায় রেমলের প্রভাব ভয়াবহ। একের পর এক নদীর জল বাড়ছে। তবে সকাল হলেই পুরো চিত্রটা পরিস্কার হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
৩-৪ ঘণ্টা ধরে এই ল্যান্ডফলের প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে কার্যত গোটা রাত ধরেই চলবে এই বিপর্যয়। ঝোড়ো হাওয়ায় চারদিকে একেবারে ওলটপালট অবস্থা।
তবে এই পরিস্থিতিতে রাস্তায় না থাকাটাই ভালো। বিপজ্জনক বাড়ি থেকে দূরে থাকার জন্য় অনুরোধ করা হয়েছে।
বিভিন্ন দফতরের তরফে কন্ট্রোল রুম ও হেল্পলাইন খোলা হয়েছে। সেগুলি জেনে নিন।
কলকাতা পুলিশের যে হেল্পলাইন নম্বর করা হয়েছে তার নম্বর হল ৯৪৩২৬১০৪২৮। কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর হল ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩, ২২৮৬-১৪১৪। এই নম্বরে ফোন করতে পারেন। WBSEDCL হেল্পলাইন নম্বর হল- ৮৯০০৭৯৩৫০৩-০৪।
এছাড়াও রাজ্য সরকারের তরফেও হেল্পলাইন নম্বর করা হয়েছে। কন্ট্রোল রুম সদা সতর্ক রয়েছে। এই কন্ট্রোল রুমের মাধ্য়মে পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর, মিউনিপ্যালিটি, এনডিআরএফ, এসডিআরএফের সঙ্গে সমণ্বয় রেখে কাজ করবে। কোস্ট গার্ড ও সিভিল ডিফেন্সের সঙ্গেও যোগাযোগ রাখবে এই কন্ট্রোল রুম। সাইক্লোনের সময় কোনও রকম সহায়তার প্রয়োজন হলে, ১০৭০ বা ০৩৩ ২২১৪৩৫২৬- 1070- 033 22143526 এই নম্বরে ফোন করতে পারেন।
কোনও প্রয়োজন পড়লে এই হেল্পলাইনে ফোন করতে পারেন।
কলকাতায় সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি হবে। জানিয়েছে কলকাতা আবহাওয়া দফতর। রাত ১২টা ৩০ মিনিটে শেষ হবে ল্যান্ডফলের প্রক্রিয়া। কোচবিহার, জলপাইগুড়িতে ২৭ ও ২৮ তারিখে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।