বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Tala tank renovation: টালা ট্যাঙ্কের কাজ শেষ, ‘আগামী ১০০ বছর সংস্কারের প্রয়োজন হবে না’ বললেন ফিরহাদ

Tala tank renovation: টালা ট্যাঙ্কের কাজ শেষ, ‘আগামী ১০০ বছর সংস্কারের প্রয়োজন হবে না’ বললেন ফিরহাদ

টালা ট্যাঙ্কে ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভার বিশেষজ্ঞরা ২০১৭ সালে টালা ট্যাঙ্কে একটি ছিদ্র শনাক্ত করেন। এরপরে বিশেষজ্ঞরা অবিলম্বে টালা ট্যাঙ্ক সংস্কারের পরামর্শ দেন। এরপরেই ট্যাঙ্কটি সংস্কারের কাজ হাতে নেয় কলকাতা পুরসভা। এই ট্যাঙ্কের মাধ্যমে শহরের একটি বড় অংশে জল সরবরাহ করা হয়ে থাকে। 

অবশেষে সম্পন্ন হল টালা ট্যাঙ্ক সংস্কারের কাজ। প্রায় চার বছর ধরে চলে সংস্কার। বৃহস্পতিবার সংস্কারের কাজ শেষ হয়ে যাওয়ার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে টালা ট্যাঙ্কের প্রকোষ্ঠে জল ছাড়া হয়। ভারতের অন্যতম প্রাচীন এবং এশিয়ার বৃহত্তম এই জলাধারের সংস্কার শেষ বার হয়েছিল ১০০ বছর আগে। এদিন ফিরহাদ হাকিম জানান, আগামী ১০০ বছর এই ট্যাঙ্কের সংস্কার করার প্রয়োজন হবে না। অর্থাৎ ২০২৩ সালে আবার এই ট্যাঙ্ক সংস্কার করা হবে। মেয়র ছাড়াও ছিলেন কলকাতা পুরসভায় ১ নম্বর বরো চেয়ারম্যান তরুণ সাহা, জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা।

কলকাতা পুরসভার বিশেষজ্ঞরা ২০১৭ সালে টালা ট্যাঙ্কে একটি ছিদ্র শনাক্ত করেন। এরপরে বিশেষজ্ঞরা অবিলম্বে টালা ট্যাঙ্ক সংস্কারের পরামর্শ দেন। এরপরেই ট্যাঙ্কটি সংস্কারের কাজ হাতে নেয় কলকাতা পুরসভা। এই ট্যাঙ্কের মাধ্যমে শহরের একটি বড় অংশে জল সরবরাহ করা হয়ে থাকে। ফলে সংস্কারের জন্য পানীয় জল সরবরাহ ব্যহত হয়। তার ওপর করোনা অতিমারির কারণে সংস্কারের কাজে কিছুটা দেরি হয়। ১৫ দিন আগেই এই সংস্কারের কাজ শেষ হয়। উল্লেখ্য, ১৯০৭ সালের অগস্ট মাসে এই ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হয় শেষ হয় ১৯০৯ সালের ১৮ নভেম্বর। ট্যাঙ্ক তৈরির জন্য ৭ হাজার মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছিল। বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ যে ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছিল সেই ইস্পাত দিয়েই তৈরি করা হয় এই ট্যাঙ্ক। ২০ ফুট উচ্চতা সম্পন্ন এই ট্যাঙ্কটি মাটি থেকে ১১০ মিটার উঁচুতে অবস্থিত। এই ট্যাঙ্কে মোট চারটি প্রকোষ্ঠ রয়েছে। যার প্রত্যেকটিতে জল ধারণ ক্ষমতা প্রায় সাড়ে ২২ লক্ষ গ্যালন এবং সবমিলিয়ে এর জল ধারণ ক্ষমতা ৯০ লক্ষ গ্যালন।

সংস্কারের জন্য একটি প্রকোষ্ঠকে খালি রেখে কাজ করা হয়। তবে সংস্কারের কাজ শেষ হয়ে যায়। এখন চারটি প্রকোষ্ঠেই জল সরবরাহ করা হবে। এদিন ফিরহাদ হাকিম টালা ট্যাঙ্কের কাজ খতিয়ে দেখেন। তবে সংস্কারের কাজ সম্পন্ন হয়ে গেলেও এই ট্যাঙ্কের বাইরের অংশে রঙের কাজ এখনও বাকি রয়েছে। সেই কাজ তিন মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। একই সঙ্গে উপরে ওঠার জন্য একটি ক্রেন বর্তমানে সেখানে ব্যবহার করা হয়। তার পরিবর্তে ক্রেনটি ভেঙে ফেলে লিফট তৈরি করা হবে বলে পুরসভার জল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন। শতাব্দী প্রাচীন এই ট্যাঙ্কটি সংস্কারের জন্য মোট খরচ হয়েছে ৮০ কোটি টাকা। ফিরহাদ হাকিম বলেন, ‘এখন সংস্কারের কাজ শেষ হয়ে গিয়েছে। ট্যাঙ্কটি পুরোদমে জল সরবরাহের জন্য প্রস্তুত। আগামী ১০০ বছর আর সংস্কারের প্রয়োজন হবে না।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'এখন তো শুধু মেরুকরণ,ধর্মীয় কাঠামো তৈরির জন্য আমি ১টাকা দেব না', সাফ কথা বিদ্যার মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.