দেবাংশু ভট্টাচার্যের চার লাইনের একটা ছড়া। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল এই ছড়া। তবে পরে আবার সেটা আর দেখাও যায়নি। একাধিক মিডিয়া সূত্রে জানা গিয়েছে সেখানে লেখা হয়েছিল, ‘হাসছে ওরা, ঠাট্টা করে বলছে দেখো, বড়র সাথে ছোট্টরা সব করবে লড়াই, পিঁপড়ে ভেবে ভাবছ যাদের ভীষণ ছোট, অত বড় আরশোলাকে বইছে ওরাই।’
এবার প্রশ্ন পিঁপড়ে কে আর আরশোলা কে?
অনেকের মতে, দলের প্রবীণদের নিশানা করেছিলেন দেবাংশু। কার্যত দলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বকে কার্যত অন্য মাত্রা দিয়েছিল দেবাংশুর এই ছড়া।তবে পরবর্তী সময়ে দেবাংশু জানিয়েছিলেন ছড়াটি লোকসভা ভোটের আগের লেখা। তবে দল বিরোধী কাজের জন্য একাধিক নেতার উপর কোপ পড়েছে সম্প্রতি। যারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরাগী বলেই পরিচিত। আর সেই সময় দেবাংশুর এই ছড়া কার্যত শোরগোল ফেলে দেয় দলের অন্দরে।
এনিয়ে সংবাদমাধ্যমে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, জানেন তো আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায়। ওটাও ছন্দ করে লিখে দিতে পারত। পিপড়ে আরশোলাকে টানে আবার আরশোলা হাওয়াই চটিকে ভয় পায়। বলেন কুণাল।
কুণাল ঘোষ বলেন, আমার মনে হয় ও ভালো লেখে। ভালো ছন্দ করে ছড়া লিখতে পারে। এটাও ঠিক পিঁপড়ে ছোট হলেও খুব শক্তিশালী। লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে। ডেঁয়ো পিঁপড়ে কামড়ালে ব্যাথা হয়। আবার পিঁপড়ে আরশোলা বয়ে নিয়ে যায় ঠিকই। তবে এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রের থেকে হাওয়াই চটি বেশি কার্যকর।