এবার মাধ্যমিকে মোবাইল রুখতে সবরকম টোটকা প্রয়োগ করা হচ্ছে। কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, নজরদারির কাজে নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের মোবাইল নিয়েও এবার কড়া ব্যবস্থা।
মাধ্যমিকে ডিউটির সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিক্ষকরা মোবাইল রাখতে পারবেন না। এমনকী যাঁরা নজরদারির কাজে নিয়োজিত নন কিন্তু পরীক্ষা কেন্দ্রে নানা কারণে ডিউটিতে থাকছেন তাঁরাও মোবাইল রাখতে পারবেন না। নির্দেশ মধ্য়শিক্ষা পর্ষদের।
পরীক্ষার হলে গার্ড দেবেন যে শিক্ষকরা তাঁদের মোবাইল বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র ভেনু সুপারভাইজার বা ভেনু সেক্রেটারির কাছে জমা রাখতে হবে। এর পরেও যদি নজরদারির কাজে নিয়োজিত স্যার বা ম্যাডামের কাছে মোবাইল ধরা পড়ে তবে কড়া পদক্ষেপ।
মধ্য়শিক্ষা পর্ষদ এনিয়ে জানিয়েছে, ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারি ওই কেন্দ্রে নজরদারির কাজে নিয়োজিত শিক্ষকদের নাম লিখে রাখবেন। মোবাইল আনলে তা জমা করে দিতে হবে। আর সেই নির্দিষ্ট জায়গায় লিখে নিতে হবে কারোর কাছে মোবাইল নেই। তারপরেও যদি সংশ্লিষ্ট শিক্ষকের কাছে মোবাইল রয়েছে বলে জানতে পারা যায় তাহলে অ্য়াডহক কমিটি সেখানে দ্রুত ব্যবস্থা নেবে।
সূত্রের খবর, এর আগে প্রশ্ন ফাঁস থেকে নানা অনিয়মের বিষয়গুলি সামনে এসেছিল। তবে কি সেই অনিয়ম রুখতেই এবার এত কড়াকড়ি?
এদিকে এবার পরীক্ষার্থীরা যাতে মোবাইল নিয়ে না আসেন সেব্যাপারে বার বার সতর্ক করা হয়েছে। অভিভাবকদেরও এনিয়ে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে।
মোবাইল না নিয়ে আসার ব্যাপারে একাধিকবার পর্ষদের তরফে ছাত্রছাত্রী সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরেও কেউ মোবাইল নিয়ে এলে ও তা ধরা পড়লে কঠোরতম ব্যবস্থা হতে পারে।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায় আগেই জানিয়েছেন, পরীক্ষার হলে ঢোকার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকরা পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল আছে কি না তা পরীক্ষা করে দেখবেন। তা সত্ত্বেও কোনওভাবে চোখ এড়িয়ে মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সেই ফোন জমা দেওয়ার শেষ বারের সুযোগ দেওয়া হবে। যিনি গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা শুরুর আগে শেষ বারের মতো সতর্ক করে দেবেন। এরপরেও কেউ যদি ফোন জমা না দেয় ও পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন সহ ধরা পড়ে তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। এমনকী পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের অন্য কোথাও বা শৌচাগারে ফোন রেখে দিচ্ছেন কি না সেটাও জানতে হবে।