আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। যোগ্যদের বঞ্চিত করে শাসকদল ঘনিষ্ঠদের ঘর দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে জেলায় জেলায়। পালটা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এরই মধ্যে আবাসের টাকা নিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় তিনি বলেন, ‘লুঠের মাল ফেরত দিন। তার পর হিসাব দিয়ে টাকা নিন।’
আরও পড়ুন - মত্ত অবস্থায় ঘরে ঢুকে প্রতিবেশীর শ্লীলতাহানির অভিযোগ, খাস কলকাতায় গ্রেফতার সিভিক
পড়তে থাকুন - আরজি কর হাসপাতালে এবার নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, তুলকালাম কাণ্ড ঘটল
ডিসেম্বর মাসে আবাস যোজনার টাকা দেওয়া হবে বলে লোকসভা নির্বাচনের প্রচারে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়া শেষ করতে সম্প্রতি রাজ্যজুড়ে হয়েছে সমীক্ষা। ২০১৮ সালে তৈরি তালিকার ভিত্তিতে সমীক্ষা করে যোগ্য প্রাপকদের চিহ্নিত করেছেন প্রশাসনের কর্মীরা। আবাসের ঘর নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মধ্যেই রবিবার শুভেন্দুবাবু বলেন, ‘২০১৪ – ২৩ সাল পর্যন্ত নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও শহরাঞ্চল এই ২ প্রকল্পে রাজ্য সরকারের পাঠানো তালিকা অনুসারে ৪০ লক্ষ বাড়ির টাকা দিয়েছেন। যার মোট পরিমাণ ৪৫ হাজার কোটি টাকা। গ্রামে ১ লক্ষ ২৫ হাজার টাকা আর শহরে ১ লক্ষ ৮৫ হাজার টাকা কেন্দ্র থেকে বাড়ি পিছু পাঠানো হয়েছে। যার বাড়ি হচ্ছে সে দিয়েছে ২৫ হাজার। বাকিটা দিয়েছে রাজ্য সরকার।'
শুভেন্দুবাবুর প্রশ্ন, '৪০ লক্ষ বাড়ির ৪৫ হাজার কোটি টাকা কোথায় গেল? আগে হিসাব দিন। আগে বলুন, আমরা বাড়ির টাকা খেয়ে ফেলেছি। গোয়ালঘর দেখিয়ে গ্যারাজ দেখিয়ে ৩ তলা পাকা বাড়ির মালিক তৃণমূলের চোরেরা বাড়ির টাকা লুঠ করেছে। লুঠের মাল ফেরত দিন। তার পর হিসাব দিয়ে টাকা নিন।’
আরও পড়ুন - নানুরের চণ্ডীদাস কলেজে চটুল নাচ ছাত্রছাত্রীদের, উড়ছে টাকা, নবীনবরণ ঘিরে বিতর্ক
পালটা তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে হেরে রাজ্যবাসীকে বঞ্চিত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যবস্থা করে রাজ্যের মানুষকে ঘর দিচ্ছেন সেটা বিজেপির সহ্য হচ্ছে না।’