আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেন মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এরপরই দীর্ঘ এক পোস্টে আরজি কর মামলা নিয়ে বিস্ফোরক সব দাবি করলেন কুণাল ঘোষ। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তোপ দেগে তিনি অভিযোগ করেন, তাঁদের জন্যে 'আসল দোষীর' ফাঁসির রায় বিলম্বিত হচ্ছে। এদিকে সঞ্জয় এবং আন্দোলনকারীদের 'মুদ্রার এপিঠ, ওপিঠ' বলে আখ্যা দেন কুণাল ঘোষ। (আরও পড়ুন: গলফগ্রিনে উদ্ধার কাটা মুণ্ড কাণ্ডে পুলিশের জালে ১, তবে এখনও মেলেনি বাকি দেহ)
আরও পড়ুন: 'ভারতের উপর কুনজর দিলে হাত-পা,কোমর ভেঙে দেব', বাংলাদেশকে হুমকি ফুরফুরার পীরজাদার
আরও পড়ুন: ভারতে চিকিৎসা করাতে এসে মৃত্যু ২৭ বছর বয়সি বাংলাদেশি তরুণের, দেহ গেল ময়নাতদন্তে
আজ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল ঘোষ লেখেন, 'আরজি কর। অভয়ার মৃত্যু ভয়াবহ। নিন্দার। প্রতিবাদের। কিন্তু সেটা ভাঙিয়ে সুযোগসন্ধানীদের ব্যক্তিগত কেরিয়ার বা রাজনীতির পরিকল্পিত নাটক করা হয়েছিল। কারা সিবিআই ডেকে এনেছে? কারা সূত্র বলে গল্প ছেড়েছে? কারা টিভিতে একই ছাপ মারা মুখ বসিয়ে দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়েছে? কারা প্রথমে ময়নাতদন্তের সব ঠিকঠাক বলে সই করেও পরে তা গোপন করে বিপ্লবী সেজেছে?' (আরও পড়ুন: বাংলাদেশকে 'জঙ্গিদের উর্বর লীলাভূমি' আখ্যা, দিল্লিতে বসে জামাতকে তোপ শেখ হাসিনার)
আরও পড়ুন: লাউডস্পিকার বাজিয়ে নিময় ভঙ্গের অভিযোগ, সম্ভলের মসজিদের ইমামকে ২ লাখ জরিমানা
আরও পড়ুন: বাংলাদেশ দখলের ছক কষা হচ্ছে? বিস্ফোরক ওপার বাংলা, ইসকন নিয়ে গুরুতর অভিযোগ
এরপর কুণাল আরও লেখেন, 'শিয়ালদা কোর্টে বিচার চলছে দোষীর ( ধরেছিল কলকাতা পুলিশ)। সুপ্রিম কোর্ট মনিটর করেছে। আপনাদেরও আইনজীবীরা ছিলেন। কোনও অসঙ্গতি নেই। উল্টে আপনাদের আইনজীবী বদল হয়েছে একাধিকবার। ডাক্তারদের গোষ্ঠীবাজি, কিছু ব্যক্তির ধান্ধাবাজি, কিছু রাজনৈতিক অপচেষ্টা, মিডিয়ার টিআরপির লড়াই, বাংলাদেশের অস্থিরতার টাটকা অনুপ্রেরণা। কী ভেবেছিলেন? ফেসবুক পোস্টকে মান্যতা দিয়ে কোর্ট আপনাদের ইচ্ছেমত লোকদের ফাঁসি দেবে? কলকাতা পুলিশ খারাপ, এখন সিবিআই খারাপ, শিয়ালদা কোর্টে নাকি বিচার হচ্ছে না, সুপ্রিম কোর্টে আস্থা নেই; এই বেয়াদপি বরদাস্ত হবে? অপছন্দ হলেই সেটিং তত্ত্ব? তাহলে সিবিআইকে নেমতন্ন করে এনেছিলেন কেন?' (আরও পড়ুন: লাদাখের ডেপস্যাঙে কি সব প্যাট্রোলিং পয়েন্টেই টহল দিতে পারবে ভারতীয় সেনা?)
আরও পড়ুন: OpenAI-এর 'পর্দা ফাঁস' করা ভারতীয় বংশোদ্ভূতের রহস্যমৃত্যু ক্যালিফোর্নিয়ায়
আরও পড়ুন: কানাডায় খুন ৩ ভারতীয় পড়ুয়া, সতর্কতা জারি দিল্লির, খলিস্তান ইস্যুতে 'নয়া বিতর্ক'
এরপর তৃণমূল নেতা লেখেন, 'অভয়ার মৃত্যুকে ঘিরে নিজেদের আখের গোছানো কয়েকটা ধান্ধাবাজের গায়ে লেগেছে। মানসিক হতাশা থেকে এখনও আরও বিষ ছড়াবে। তোলা টাকার দখল রাখতে ফের মোমবাতি কেনার নাটক হবে। এদের জন্যেই আসল দোষীর ফাঁসির রায়তে বিলম্ব হচ্ছে। ওদিকে কুলতলি, ফরাক্কার ঘটনায় ফাঁসি ঘোষিত দুমাসে। আরজিকর কেন্দ্রিক নাটকবাজ, স্বার্থান্বেষীরা মানুষের আবেগ নিয়ে ছেলেখেলা করে নিজের ধান্ধাপূরণের চেষ্টা করেছে। এরা আর সঞ্জয় রাই, মুদ্রার এপিঠ, ওপিঠ।' (আরও পড়ুন: 'বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও...', ভারতকে কি ভয় পাচ্ছে জামাতে ইসলামি?)
আরও পড়ুন: ভারতের থেকে 'মোস্ট ফেভারড নেশন'-এর তকমা ছিনিয়ে নিল সুইৎজারল্যান্ড! তবে কেন?
আরও পড়ুন: আরাকান আর্মির দখলে রাখাইন, 'রোহিঙ্গা' নামক মাথাব্যথা কীভাবে দূর করবেন ইউনুস?
উল্লেখ্য, সময়ের মধ্যে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন নির্যাতিতার বাবা। এই ঘটনায় জুনিয়র ডাক্তাররাও হতাশ হয়ে পড়েছেন। এই নিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যেই যা করার করব। তদন্ত যে ঠিক মতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল। সিবিআইয়ের উপর এবার হতাশ হচ্ছি। আমরা আদালতে যাব। আদালত ছাড়া তো আমাদের আর কোনও রাস্তা খোলা নেই।’ আর জুনিয়র ডাক্তাররা আজ ফের পথে নামার ডাক দিয়েছেন। আজ সিজিও কমপ্লেক্স অভিযানে যাওয়ার কথা তাঁদের।