বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Doctor Murder: আরজি করের নির্যাতিতা চিকিৎসকের স্মরণে প্রতীকী মূর্তি উন্মোচিত হল মহালয়ার সকালে

RG Kar Doctor Murder: আরজি করের নির্যাতিতা চিকিৎসকের স্মরণে প্রতীকী মূর্তি উন্মোচিত হল মহালয়ার সকালে

আরজি করের নির্যাতিতা চিকিৎসকের স্মরণে প্রতীকী মূর্তি উন্মোচিত হল মহালয়ার সকালে

এর আগে স্বাস্থ্য ভবনের সামনে ধরনা চালাকীলনই চিকিৎসকরা ঘোষণা করেছিলেন যে আরজি কর হাসপাতালে নির্যাতিতার স্মরণে একটি প্রতীকী মূর্তি বসানো হবে। সেই মতো বুধবার সকাল ১১টা নাগাদ মূর্তি উন্মোচিত হয়।

মহালয়ার সকালে আরজি কর হাসপাতাল চত্বরে উন্মোচিত হল নির্যাতিতা চিকিৎসকের স্মরণে গড়ে তোলা প্রতীকী মূর্তি। মূর্তিটি গতকালই স্থাপন করা হয়েছিল হাসপাতাল চত্বরে। আজ সকালে সেটিকে আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত করা হয়। সেই সময় একটি পথ নাটিকার উপস্থাপন করা হয়। উল্লেখ্য, এর আগে স্বাস্থ্য ভবনের সামনে ধরনা চালাকীলনই চিকিৎসকরা ঘোষণা করেছিলেন যে আরজি কর হাসপাতালে নির্যাতিতার স্মরণে একটি প্রতীকী মূর্তি বসানো হবে। সেই মতো বুধবার সকাল ১১টা নাগাদ মূর্তি উন্মোচিত হয়। (আরও পড়ুন: মহালয়ায় দেবীপক্ষের সূচনাতেও বিচারের দাবি, জায়গায় জায়গায় ভোর দখল থেকে গণতর্পণ)

আরও পড়ুন: সিঙ্গুরে ফেরার কথা ভাবছে, তৈরি হতে পারে নতুন কারখানা: রিপোর্ট

আরও পড়ুন: ৪৬ কিমি পথ কমবে, হাওড়া থেকে নয়া রুটে চালু হতে চলেছে ট্রেন, এল বড় আপডেট

রিপোর্ট অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনের ফাঁকা জায়গায় ওই প্রতীকী মূর্তি বসানো হয়েছে। মূর্তিটি ফাইবারের তৈরি বলে জানানো হয়েছে। এদিকে নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে এই মূর্তির চেহারার কোনও সাদৃশ্য রাখা হয়নি। মূর্তিটিতে যন্ত্রণার অভিব্যক্তি ফুটিয়ে তোলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভাস্কর অসিত সাঁই বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের এই মূর্তিটি তৈরি করেছেন। (আরও পড়ুন: সূচনা হল দেবীপক্ষের, লক্ষ্মীলাভের অপেক্ষায় সরকারি কর্মীরা, কবে কত ডিএ বাড়বে?)

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে এসেছে তথ্য, জেলে গিয়ে জেরা সন্দীপ-অভিজিৎকে

এদিকে দেবীপক্ষের শুরুতে উৎসবের আবহে আরজি কর কাণ্ডের রেশ জারি থাকল। গতকাল বহু জায়গায় রাতদখল হয়েছে। আর দেবীপক্ষের সূচনায় ভোর দখল হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আজ মহালয়ার ভোরে ডায়মন্ড হারবার রোডের ধারে বেহালা থানার উল্টো দিকে প্রতিবাদে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ। সেখানে পথ নাটিকা করতে দেখা যায় জোকা ইএসআইয়ের জুনিয়র ডাক্তারদের। এদিকে রুবির মোড়ে রাত-ভোর দখল করা হয় আরজি কর কাণ্ডের প্রতিবাদে। সেখানে রাস্তায় ছবি আঁকা হয়। বিচারের দাবিতে ওঠে স্লোগান। (আরও পড়ুন: 'ওরাই মেরেছে', আরজি কর প্রতিবাদে হামলার অভিযোগ নিয়ে পালটা দাবি TMC কাউন্সিলরের)

আরও পড়ুন: মহালয়ার আগেই চরম ব্যস্ত পুলিশ, ৫ ঘণ্টায় ৪ নির্দেশিকা জারি নগরপাল মনোজের

এদিকে মহালয়ার তিথিতে ভোরবেলা গণতর্পণ করতে দেখা যায় বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে। আরজি করে খুন হওয়া চিকিৎসকের আত্মার শান্তি কামনা করা হয় সেখানে। শ্রীরামপুর তিন নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল হয়। মেদিনীপুর শহরে রাত দখল কর দেখা গিয়েছিল সাধারণ মানষকে। সেখানে ভোররাতে হাজির হন ভারতের যুব ফেডারেশন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ও। অপরদিকে অরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গণতর্পন হয় বীরভূমে। সেখানে সিউড়ির ময়ূরাক্ষী নদির তিলপাড়া জলাধার ঘাটে হাজির হন বিজেপি নেতা কর্মীরা। সেখানে ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আজ ভোরে মিছিল বেরিয়েছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদে।

 

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.