বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Doctor Murder Protest: মেয়েদের রাত দখলের ডাকে 'অস্বস্তিতে' তৃণমূল, এবার পা মেলানোর ঘোষণা সুখেন্দুশেখরের

RG Kar Doctor Murder Protest: মেয়েদের রাত দখলের ডাকে 'অস্বস্তিতে' তৃণমূল, এবার পা মেলানোর ঘোষণা সুখেন্দুশেখরের

মেয়েদের রাত দখলের ডাকে 'অস্বস্তিতে' তৃণমূল, এবার পা মেলানোর ঘোষণা সুখেন্দুশেখরের

মেয়েদের রাত দখলের আন্দোলনে যোগদানের ইচ্ছে প্রকাশ করে এবার বড় ঘোষণা করলেন ঘাসফুল শিবিরের সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিকে কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডয়ের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরীও ফেসবুকে পোস্ট করেছেন রাত দখলের আন্দোলন নিয়ে।

এর আগে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ মেয়েদের রাত দখলের আন্দোলনকে নিয়ে কটাক্ষ করেছিলেন। তবে এই আন্দোলন ঘিরে যে বাংলার শাসকদল ক্রমেই অস্বস্তিতে পড়ছে, তা স্পষ্ট হয়েছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে 'পুরস্কৃত' করেন, তার পর থেতেই আরও বেশি করে এই আন্দোলনে যোগ দেওয়ার ডাক উঠেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে বহু মানুষ এতে যোগ দেওয়ার কথা বলছেন। আর এই আন্দোলনে যোগদানের ইচ্ছে প্রকাশ করে এবার বড় ঘোষণা করলেন ঘাসফুল শিবিরের সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিকে কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডয়ের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরীও ফেসবুকে পোস্ট করেছেন রাত দখলের আন্দোলন নিয়ে। (আরও পড়ুন: স্বচ্ছতার আশ্বাস দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা? RG কর নিয়ে উঠল অভিযোগ, চিঠি CBI-কে)

আরও পড়ুন: নড্ডার সঙ্গে সাক্ষাৎ, আরজি কর কাণ্ডে কর্মবিরতি প্রত্যাহার চিকিৎসক সংগঠনের

উল্লেখ্য, ১৯৭৫ সালে আমেরিকার ফিলাডেলফিয়ায় রাতে বাড়ি ফেরার সময়ে এক গবেষক খুন হয়েছিলেন। সেই ঘটনার পরেই 'রিক্লেম দ্য নাইট' আন্দোলন হয়েছিল। আর এবার আরজি কর কাণ্ডে সেই একই ডাক দিয়েছেন বাংলার মেয়েরা। স্বাধীন দিবসের প্রাক্কালে ১৪ অগস্ট রাতে এই জমায়েত হবে রাজ্যের বহু প্রন্তে। প্রাথমিক ভাবে রাদ দখলের এই জমায়েত হওয়ার কথা ছিল কলকাতার তিনটি জায়গায়। তবে দেখা যায়, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ করার ঘোষণা পরই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলনের কথা। এরপ রকলকাতার শহতলি থেকে শুরু করে বাংলার বহু শহরে এই রাত দখলের জমায়েতের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সীমান্তে ভিড় হাজার হাজার বাংলাদেশি হিন্দুর, BGB-র সাথে ৮৩টি বৈঠক BSF-এর

এই পরিস্থিতিতে সুখেন্দুশেখর রায় ঘোষণা করেছেন বুধবারের কর্মসূচিতে তিনিও যোগ দেবেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমিও প্রতিবাদে যোগ দেব। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু। আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। যাই হোক না কেন।' এদিকে ৩৭ নম্বর ওয়ার্ডয়ের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরী এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'নারীদের সম্মান-প্রাণ বাঁচাতে দলবদ্ধ হন'।

আরও পড়ুন: বাতিল ১৫ অগস্টের ছুটি, মুজিবের ইতিহাস মুছতে মরিয়া ইউনুসের বাংলাদেশ!

যদিও এর আগে এই আন্দোলনকে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, 'মনে রাখুন, রাত মহিলাদের দখলেই থাকে বাংলায়। অসংখ্য মা, বোন বিভিন্ন পেশায় রাতভর কাজ করেন। অনেকে ভোররাত, মাঝরাতে কত দূর থেকে যাতায়াত করেন। বিচ্ছিন্ন খারাপ ঘটনা দিয়ে সার্বিক ভাবে বাংলাকে ছোট যারা করছে, তারা অরাজনীতির মোড়কে রাজনীতি করছে। ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয় চলছে। এদের মুখোশ নয়, মুখ দেখে বিচার করুন।'

বাংলার মুখ খবর

Latest News

এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ ভারী বৃষ্টি চলবে ৭ জেলায়, ৬০ কিমিতে ঝড়, কোন ৮টিতে ঝোড়ো হাওয়ার বেগ কম থাকবে? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রীকে ডাকল CBI ঝাড়খণ্ডে বাংলাদেশী ঢুকছে, অভিযোগ মোদীর, প্রমাণ দিতে বলল শাসক জেএমএম মতপার্থক্য আছে কিন্তু….কুণালের অডিয়ো ফাঁস' নিয়ে সাফাই জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ব্যবস্থা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.