RG Kar Sanjoy Roy Sentencing LIVE: গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। অভিযোগ ছিল, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। তদন্তভার কলকাতা পুলিশের থেকে যায় সিবিআইয়ের কাছে। এর আগে গত ৪ নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। ১১ নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর গত ৯ জানুয়ারি তা শেষ হয়েছিল। গত ১৮ জানুয়ারি সেই মামলায় রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। আজ সেই মামলায় সঞ্জয়ের সাজা ঘোষণা করে শিয়ালদা আদালত। ধৃত সঞ্জয় রায়কে এদিন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় কোর্ট।
RG Kar Case: নিম্ন আদালতে চলবে শুনানি
শনিবার দোষী সাব্যস্ত হয়েছিলেন।আর সোমবার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। সঞ্জয়ের শাস্তি ঘোষণার পরেই মামলা শেষ হয়ে যাচ্ছে না। শিয়ালদা আদালতে এই মামলার শুনানি চলবে। এদিকে, বিচারকও সোমবার জানিয়ে দেন, আপনি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন। সেক্ষেত্রে এবার উচ্চ আদালতেও এই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে, রাজ্য সরকার আবার সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবিতে হাইকোর্টে যেতে পারে।
RG Kar Case LIVE: মমতার প্রতিক্রিয়া
মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, আরজি কর মামলায় মৃত্যুদণ্ড চেয়ে এবার হাইকোর্টে যাবেন। তিনি লেখেন,' আরজি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের মামলায় আজকের রায়ে বলা হল এটা বিরলের মধ্য়ে বিরলতম ঘটনা নয়। আমি সত্যিই হতবাক।'
RG Kar Case LIVE: রাজ্যপাল সিভি আনন্দবোস দিলেন প্রতিক্রিয়া
রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘শাস্তি, যত কঠিনই হোক না কেন, সমস্যার শেষ হয় না। ধর্ষণ, হামলা এবং হত্যার ক্রমবর্ধমান ঘটনা উদ্বেগজনক এবং এটি একটি গভীর সামাজিক অস্থিরতা প্রতিফলিত করে।’
RG Kar Case LIVE: ক্ষুব্ধ অধীর
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ‘হতাশ’ যে দোষী সঞ্জয় রায়কে কেবল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড নয়।
RG Kar Case LIVE: মুখ খুললেন কিঞ্জল
এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কিঞ্জল বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ড আমরা কখনও চাইনি। আমরা চেয়েছিলাম চরম থেকে চরমতম শাস্তি। যেই দোষী হোক না কেন। নিশ্চয়ই এটা নিয়ে আবার উচ্চতর আদালতে যাওয়া হবে। কিন্তু আমরা চেয়েছিলাম চরম থেকে চরমতম শাস্তি মানে মৃত্যুদণ্ড।’
RG Kar Case LIVE: চিকিৎসক আসফাকুল্লার প্রতিক্রিয়া
আরজি কর কাণ্ডে প্রতিক্রিয়ায় চিকিৎসক আসফাকুল্লাহ বলেন,'সম্পূর্ণ জাস্টিস হল না। জাস্টিসের একটা পার্ট হল, '
RG Kar Case LIVE: সঞ্জয়ের দিদি কী বললেন?
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজার ঘোষণা শুনে তার দিদি বলেন, হাজারটা প্রশ্ন আছে। তার কোনও উত্তর খুঁজে পাচ্ছি না
RG Kar Case LIVE সঞ্জয়ের মা কী বললেন?
RG Kar Case LIVE: ছেলের ফাঁসি হয়নি শুনে, সঞ্জয় রায়ের মা বলেন, ছেলের বিষয় ও বুঝবে।
RG Kar Case LIVE: আরজি কর মামলায় সাজা ঘোষণা নিয়ে কী বললেন নির্যাতিতার মা-বাবা?
বিচার পাইনি, রায়দানের পর বললেন নির্যাতিতার বাবা। এদিকে নির্যাতিতার মা বলেন, বিচারক বললেন যে এটা বিরলের মধ্যে বিরলতম মামলা নয়। আমি মনে করি এটা বিরলতম থেকে বিরল। তাই এটা সিবিআইয়ের ব্যর্থতা। সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটাতে পারে না।
Mamata on RG Kar Case: আরজি করের সাজা নিয়ে কী বললেন মমতা?
মমতা বললেন, আমরা ফাঁসির দাবি করেছিলাম। কী করে জানি না... আমাদের হাতে কেসটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতাম। এর আগে তিনি মামলায় আমরা ফাঁসির রায় করিয়েছিলাম। এটা এত গুরুত্বপূর্ণ একটি মামলা। ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। আমাদের হাত থেকে ইচ্ছে করে কেড়ে নেওয়া হয়েছিল মামলাটি।
RG Kar Case Verdict Sentencing LIVE: ‘আমরা ক্ষতিপূরণ চাই না’
সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরই নির্যাতিতার মা-বাবা এজলাসে উঠে দাঁড়িয়ে বলেন, আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা বিচার চাই। এরপর বিচারক বলেন, আমি জানি আপনারা ক্ষতিপূরণ চান না। তবে আইনের বিধান অনুযায়ী এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছি। এরপর এই টাকা নিয়ে কী করবেন, তা আপনাদের বিষয়।
RG Kar Case Verdict Sentencing LIVE: সাজা ঘোষণা করে কী বললেন বিচারক?
নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। বিচারক বললেন, এই মামলা বিরলের থেকে বিরলতম নয়। এদিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমনা দিতে হবে সঞ্জয় রায়কে।
RG Kar Case Verdict Sentencing LIVE: কী সাজা হল সঞ্জয় রায়ের?
আরজি কর মামলায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক অনির্বাণ দাস। এর আগে গত শনিবার আদালতের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ (ধর্ষণ), ৬৪ (ধর্ষণের সময় এমন ভাবে আঘাত করা, যাতে মৃত্যু হয়), ১০৩ (১) নং (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল।
RG Kar Case Verdict Sentencing LIVE: আরজি কর মামলায় যেকোনও সময় সাজা ঘোষণা
শিয়ালদা আদালতের ২১০ নং ঘরে নিজের এজসালে প্রবেশ করলেন বিচারক অনির্বাণ দাস। যেকোনও সময় সাজা ঘোষণা আরজি কর মামলায়।
RG Kar Case Verdict Sentencing Details LIVE: আজ আদালতে কী কী হল?
বিচারক ১২টা ৩৬ মিনিটে বসেন এজলাসে। বিচারক: আপনারা একটু শান্ত থাকুন। সহযোগিতা করুন। কোর্টকে কাজ করতে দিন। সঞ্জয়কে ১২টা ৪১ মিনিটে এজলাসে নিয়ে আসা হয়। বিচারক: সঞ্জয় রায় আপনাকে কাল বলেছিলাম এই মামলায় আপনার বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছিল। সেগুলো প্রমাণিত হয়েছে। এই শাস্তির বিষয়ে কি বলবেন?সঞ্জয়: আমি এই কাজটা কিছু করিনি। বিনা কারণে ফাঁসিয়েছে। আমি যদি কাজটা করতাম তাহলে আমি জানতে পেরেছি এত কিছু নষ্ট হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। সেটা নষ্ট হয়ে যেত। আমাকে প্রথমদিন থেকেই ফাঁসানো হয়েছে। অত্যাচার করা হয়েছে। এখানে ওখানে সাইন করাচ্ছে, লেখাচ্ছে। সিবিআই বলল, মেডিক্যাল করাতে নিয়ে যাবে।বেহালা থেকেই গাড়ি ঘুরে যায়। জোকায় মেডিক্যাল হল না। ইএসআই-এর পর কমান্ডেও হল না। এখানে এসে হল। আপনি বিচার করুন।বিচারক: আপনাকে একটা গোটা দিন দেওয়া হল। সময় দেওয়া হয়েছে। আপনার উকিলরা বলেছেন। কী হয়েছে, না হয়েছে আপনার চেয়ে ভালো কেউ জানে না। আমার কাছে যা এসেছে তা দিয়েই বিচার করেছি। আপনি নির্দোষ, একথা আগেও বলেছেন। শাস্তির বিষয়ে বলুন। আপনার বাড়িতে কে কে আছে।সঞ্জয়: মাবিচারক: আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আপনিও যখন জেলে ছিলেন কেউ দেখা করেছে?সঞ্জয়: না স্যার।বিচারক: আর কিছু বলবেন?সঞ্জয়: আমি এটা করিনি। আমাকে তা সত্ত্বেও দোষী প্রমাণিত করা হয়েছে।সিবিআই: একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের মৃত্যু হয়েছে। এটা বিরল এর মধ্যে বিরলতম ঘটনা। সর্বোচ্চ শাস্তির দাবি করছি।অভিযুক্তের আইনজীবী: সুপ্রিম কোর্ট এর নির্দেশ রয়েছে কোন ক্ষেত্রে ফাঁসির সাজা দেওয়া যায়। অনেক ক্ষেত্রে বিরলতম ঘটনাতেও ফাঁসির সাজা দেওয়া হয়নি। আপনিও আপনাকে উদাহরণ দিচ্ছি। সন্তোষ কুমার vs মহারাষ্ট্র। রাজীব কুমার vs দিল্লি। আমি ডেথ পেনাল্টির বিরুদ্ধে সাবমিট করেছি।নির্যাতিতার পরিবারের আইনজীবী: একজন চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ডেথ পেনাল্টি চাই। নয়ত সামাজিক প্রভাব পড়বে। যথেষ্ট স্পিডি ট্রায়াল হয়েছে।অভিযুক্তের আইনজীবী: আমার একটাই আবেদন, এখনও কিছু খামতি রয়ে গিয়েছে। তাই যথাযথ তদন্তের আবেদন করছি।বিচারক: এটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। আগেও সময় পেয়েছেন। তখন কী ভূমিকা ছিল?তারপর ২. ৪৫ এ সাজা ঘোষণার কথা জানান বিচারকদুপুর ১টা ১০ মিনিটে শুনানি শেষ হয়।
RG Kar LIVE: ‘সব দোষীদের’ সাজার দাবি
শিয়ালদা আদালতের বাইরে জমায়েতে নিষেধাজ্ঞা আছে। আবেদন জানিয়েও চিকিৎসক আন্দোলনকারীরা শিয়ালদা আদালতের বাইরে প্রতিবারা অনুমতি পাননি। তবে তাও আদালতের বাইরে বিচারের দাবিতে উঠেছে স্লোগান। চলছে বিক্ষোভ। ‘সব দোষীদের’ সাজার দাবি উঠেছে।
RG Kar Case Sentencing LIVE Update: রায় লিপিবদ্ধ করার কাজ চলছে
রায় লিপিবদ্ধ করার কাজ চলছে এখন। আর প্রায় এক ঘণ্টা পরে এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস।
RG Kar Case Hearing Latest LIVE Update: কী সাজা হবে সঞ্জয় রায়ের? কখন ঘোষণা?
দুপুর ২টো ৪৫ মিনিটে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। এর আগে শনিবারই বিচারক রায় দিয়ে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। আর আজ শুনানি চলাকালীন সব পক্ষের বয়ান শোনেন বিচারক।
RG Kar Sentencing LIVE Update: সঞ্জয় রায়ের আইনজীবী কী বললেন?
সঞ্জয় রায়ের আইনজীবী মৃত্যুদণ্ডের বদলে ‘বিকল্প সাজা’র দাবি জানান আদালতে। এই বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের গাইডলাইনের কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, তাঁকে যেন সেই সব গাইডলাইন লিখিত আকারে দেওয় হোক।
Sanjoy Roy Sentencing LIVE Update: মক্কেলের সাজা কমানোর চেষ্টায় সঞ্জয়ের আইনজীবী
সঞ্জয় রায়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, বিরলের থেকে বিরলতম ঘটনাতেও কি সব সময় ফাঁসি দেওয়া ? এই নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায় তুলে ধরেন আদালতে।
RG Kar Verdict LIVE: ‘বিরল থেকে বিরলতম’
সিবিআই আদালতে বলল, এই অপরাধ বিরলের থেকে বিরলতম। এই আবহে সঞ্জয় রায়ের মৃত্যদণ্ডের দাবি জানিয়েছে সিবিআই।
Sanjoy Roy Sentencing LIVE Update: সঞ্জয়কে ৩ ঘণ্টা সময় দেওয়া হয়েছে কথা বলার জন্যে
সঞ্জয় রায়ের বক্তব্য পেশের ক্ষেত্রে বিচারক বলেন, তাকে ৩ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল শুনানি চলাকালী। সঞ্জয় রায়কে বেশ কিছু প্রশ্ন করছেন বিচারক সঞ্জয় রায়। সঞ্জয় আজ আদালতে দাবি করে, অনেক কাগজে আমাকে জোর করে সই করানো হয়েছে। আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে।
RG Kar Case Verdict Sentencing LIVE: আজ আদালতে কী বলল সঞ্জয় রায়?
সঞ্জয় রায় আদাল কক্ষে ফের দাবি করে, আমর গলায় রুদ্রাক্ষের মালা ছিল। তাহলে আমি যদি এই অপরাধ করতাম, এটা কি ছিঁড়ত না? আমাকে আইপিএস অফিাররা যা বলতে বলেছে আমি বলেছিলাম।
RG Kar Case Verdict Sentencing LIVE: সঞ্জয় নিজের বক্তব্য রাখছে আদালতে
বেলা ১২টা ৩৬ মিনিটে আজ মামলার শুনানি শুরু হয়েছে। আজ এজলাসে এসে বিচারক অনির্বাণ দাস জানতে চান, নির্যাতিতার মা-বাবা এসেছেন কি না। এরপর তিনি সঞ্জয় রায়কে ঘরে নিয়ে আসতে নির্দেশ দেন। সঞ্জয় রায়ের বক্তব্য আদালতে পেশ করা হচ্ছে এখন।
RG Kar Case Verdict Sentencing LIVE: সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হয়েছে
সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হয়েছে। শিয়ালদা আদালতের ২১০ নং ঘরে এই মামলার শুনানি হচ্ছে আজ। কিছুক্ষণেই সঞ্জয়ের সাজা ঘোষণা হবে। এদিকে আদালতের বাইরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
Mamata on RG Kar Case Verdict LIVE: সঞ্জয়ের সাজা নিয়ে কী বললেন মমতা
সঞ্জয় রায়ের সাজা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগে আমি মৃত্যুদণ্ডের দাবি করেছিলাম, কিন্তু এখন সেটা নির্ভর করছে বিচারকের ওপর এবং কীভাবে মামলা হয়েছে।
Sanjoy Roy Sentencing LIVE: ‘পওয়া যায়নি বীর্য’
এর আগে আরজি কর কাণ্ডে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিক্যাল বোর্ডের রিপোর্টে দাবি করা হয়েছিল, নির্যাতিতার দেহে বীর্য পাওয়া যায়নি। তবে যে সাদা ঘন চটচটে তরল পদার্থের নমুনা সংগ্রহ করা হয়েছিল নির্যাতিতার দেহ থেকে, তা কী? সেই জবাব মেলার আগেই অবশ্য শনিবার দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আর আজ তার সাজা ঘোষণা করা হবে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, সেই পদার্থ কী, তা জানতে রাসায়নিক বিশ্লেষণ করার জন্যে নমুনা পাঠানো হয়েছিল সিএফএসএলে। তার রিপোর্ট এখনও আসেনি বলে সম্প্রতি দাবি করেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।
RG Kar LIVE: আদালতে পৌঁছে গিয়েছেন নির্যাতিতার বাবা-মা
আদালতে পৌঁছে গিয়েছেন নির্যাতিতার বাবা-মা। এর আগে রায় দানের দিনে নির্যাতিতার বাবা বিচারক অনির্বাণ দাসকে ধন্যবাদ জানিয়েছিলেন। আজও নির্যাতিতার মা-বাবাকে কথা বলার সুযোগ দেওয়া হতে পারে এজলাসে। এদিকে গতকালই নির্যাতিতার বাবা অভিযোগ করেছিলেন, অন্তন ৫০ জন জড়িত তাঁদের মেয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডে।
RG Kar Case LIVE: শিয়ালদা আদালতের লকআপে সঞ্জয় রায়
আপাতত শিয়ালদা আদালতের লকআপে আছে সঞ্জয় রায়। আর প্রায় ১ ঘণ্টা পরে সঞ্জয়ের সাজা ঘোষণার জন্যে এজলাস বসবে।
RG kar Case in Sealdah Court: জমায়েতে না করেছে পুলিশ
গত শনিবার আরজি কর মামলায় রায় ঘোষণার সময় শিয়ালদা আদালতের বাইরে প্রচুর মানুষের জমায়েত দেখা গিয়েছিল। উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে সোমবার চিকিৎসকদের জমায়েতে না করেছে পুলিশ।
RG Kar Case LIVE: কড়া নিরাপত্তা ব্যবস্থা শিয়ালদা আদলাতে
আজও শিয়ালদা আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সঞ্জয়ের সাজা ঘোষণা উপলক্ষে শিয়ালদা আদালতকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। আজ বেলা সাড়ে ১২টায় এজলাসে বসবেন বিচারক। তারপর ঘোষণা হবে সঞ্জয়ের সাজা।
Sanjoy Roy Sentencing LIVE Update: আদালতে সঞ্জয় রায়
আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনি সঞ্জয় রায়কে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে গেল কলকাতা পুলিশ। সকাল সাড়ে ১০টা নাগাদ কড়া নিরাপত্তায় সঞ্জয় রায়কে জেল থেকে বার করে গাড়িতে তোলে পুলিশ। সঞ্জয়ের ছবি যাতে সংবাদমাধ্যম তুলতে না পারে তার সব রকম ব্যবস্থা করেছিল তারা। এর পর আলিপুর রোড, আচার্য জগদীশচন্দ্র বসু রোড হয়ে গাড়ি পৌঁছয় শিয়ালদা আদালতে।
Sanjoy Roy Latest Update: আজ সঞ্জয় রায়ের বক্তব্য শুনবে আদালত
প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর কথা শুনবেন বিচারক। তারপর নির্যাতিতার পরিবারের কথা শুনবেন তিনি। তার পর দুপুরে শাস্তি ঘোষণা করা হবে।
Sanjoy Roy Sentencing LIVE Update: আজ আদালতে কখন বসবে এজলাস?
গত শনিবার, ১৮ জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা করা হয়েছিল প্রায় দুপুর আড়াইটা নাগাদ। আর আজ শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে বেলা সাড়ে ১২টায়। সেই সময়ই তিনি সাজা ঘোষণা করবেন সঞ্জয়ের বিরুদ্ধে।
RG Kar Case Latest Update: আরজি করের নির্যাতিতার মা-বাবা দু'টো নাম নিয়ে সরব
সঞ্জয় রায়ের সাজা ঘোষণার আগে 'শারিফ হাসান' এবং ‘মৌতৃষা গড়াই’-র নাম করেছেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের দাবি, দু'জনের বিষয়ে জানতে পেরেই বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছিলেন। মা দাবি করেছেন, গত ৯ অগস্ট যখন মেয়ের দেহ উদ্ধার করা হয়েছিল, তখন আরজি কর মেডিক্যাল হাসপাতালে তাঁদের ‘পাহারা’ দিচ্ছিলেন শারিফ। তাঁর কথায়, ‘শারিফ হাসান যে ছেলেটা, সে পুরো নিজে স্বীকার করেছে যে সন্দীপ ঘোষের নির্দেশে আমাদের পাহারা দিচ্ছিল।’ আর সেইসঙ্গে নির্যাতিতার বাবা উল্লেখ করেন ‘মৌতৃষা গড়াই’-র নাম।
RG Kar Convict's sister: কী বললেন সঞ্জয়ের বোন?
সঞ্জয় বড় হওয়ার পর মদ খেতে শুরু করেছিল। তবে তা ছাড়া ওর বিরুদ্ধে মেয়ে ঘটিত কোনও অভিযোগ আজও পর্যন্ত শুনিনি। অবশ্য আমরা ওর সঙ্গে থাকতাম না। তাই নিয়মিত যোগাযোগও ছিল না। গত কয়েক বছর ধরে ও অন্যত্র থাকত। তাই ও কেমন লোকেদের সঙ্গে মিশত, তা আমার জানা নেই। ও কোনও অপরাধের সঙ্গে যুক্ত কি না, সেটাও বলতে পারব না। এদিকে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল সঞ্জয় নাকি একা ছিল না। আমি আশা করছি যে তদন্ত খুব ভালো ভাবে হয়েছে। সেখান থেকেই বেরিয়ে এসেছে যে সঞ্জয় একাই এই অপরাধ ঘটিয়েছিল। যদি অন্য কেউ এই অপরাধের সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষ ভাবে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত।
RG Kar Case Update: কোন কোন ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়?
গত ১৮ জানুয়ারি রায় ঘোষণার সময় শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস স্পষ্ট জানিয়ে দেন, যে প্রমাণ আছে, সেটার ভিত্তিতে সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ) ধারা, ৬৬ ধারা (ধর্ষণের এমন আঘাত করা, যে কারণে মৃত্যু হতে পারে) এবং ১০৩ (১) ধারায় (খুন) দোষী সাব্যস্ত করা হচ্ছে। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড হতে পারে।
Sanjoy Roy's Mother: কী বললেন সঞ্জয় রায়ের মা?
সঞ্জয়ের মা মালতি রায় বললেন, 'দোষী হলে ছেলেকে ফাঁসি দেওয়া হোক, আমার কোনও আপত্তি নেই। যদি আদালত ছেলেকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাতে আমার কোনও আপত্তি নেই। আইনের চোখে তার দোষ প্রমাণিত হয়েছে। আমি আমার ভাগ্যের ওপর একা একা কাঁদব। এটাই ভবিতব্য। আমার শরীর খারাপ। তে যদি ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হত, তাহলে আমি শুনানিতে যেতাম। সেই ডাক্তারের মায়ের কষ্ট আমি অনুভব করতে পারছি। সেই ডাক্তার আমার মেয়ের মতোই।'
RG Kar Case Sentencing LIVE: আজ কী সাজা শোনাবে আদালত?
একাধিক অভিযোগ, তথ্যপ্রমাণ পেশ, পালটা দাবির মাঝে গত ৯ জানুয়ারি শিয়ালদা আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার বিচারপ্রক্রিয়া শেষ হয়। গত ১৮ জানুয়ারি রায় ঘোষণা করে বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। আজ এই মামলার সাজা ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
RG Kar Probe Details: ঘটনাস্থল থেকে লালারস মিলেছিল
এছাড়া সিবিআইয়ের তরফ থেকে চার্জশিটে বলা হয়েছিল, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতার অন্তর্বাস পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে তা জোরজবরদস্তি খোলার চেষ্টা করা হয়েছিল, যার জেরে তা ছিঁড়ে যায়। এদিকে অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা থেকে এ রকম কোনও প্রমাণ মেলেনি যে, তিনি সঙ্গমে অক্ষম। ঘটনাস্থল থেকে লালারস মিলেছিল, তা ধৃত সিভিক ভলান্টিয়ারেরই।
Sanjoy Roy Update: সঞ্জয় রায়ের শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে…
চার্জশিটে উল্লেখিত চতুর্থ প্রমাণ হল, সঞ্জয়ের বাজেয়াপ্ত পোশাকে রক্তের দাগ মিলেছে। এদিয়ে পঞ্চম প্রমাণ হল ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছোট ছোট চুল। সেগুলি সঞ্জয়ের বলে জানিয়েছে সিবিআই। ষষ্ঠ প্রমাণ ব্লুটুথ ইয়ারফোন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়। সেটি সঞ্জয়ের ফোনের সঙ্গে সংযুক্ত ছিল বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। সঞ্জয়ের শরীরে মেলা ক্ষতচিহ্ন হল সপ্তম প্রমাণ। সঞ্জয় রায়ের শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে, সেগুলি নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল।
RG Kar CBI Chargesheet: সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ ছিল?
এদিকে সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ ছিল? চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ প্রথম প্রমাণ, যা থেকে জানা গিয়েছে, গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় গিয়েছিল সঞ্জয় রায়। সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশন দ্বিতীয় প্রমাণ। তা নিশ্চিত করেছে যে সেই রাতে সঞ্জয় আরজি করেই ছিল। এদিকে তৃতীয় প্রমাণ হল ডিএনএ। খুন হওয়া চিকিৎসকের দেহে মেলা ডিএনএ-র সঙ্গে মিলে গিয়েছে সঞ্জয়ের ডিএনএ।
RG Kar Convict Sanjoy Roy Update: সঞ্জয়ের দাবি - সে নির্দোষ; আঙুল ডিপার্টমেন্টের দিকে
এর আগে সঞ্জয় দাবি করেছিল, সরকার তাকে ফাঁসাচ্ছে। এমনকী তার আরও অভিযোগ, ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছে। এরই মাঝে সম্প্রতি এই মামলায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা-বাবা। সুপ্রিম কোর্টে নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিক ভাবে প্রমাণ লোপাট হয়েছে। এবং এই ঘটনায় একা সঞ্জয় রায় দোষী বলে তারা বিশ্বাস করেন না।
Sanjoy Roy Live Update: জেলে সঞ্জয় রায়ের সময় কেমন কাটছে?
আর কয়েক ঘণ্টা বাকি। তারপরই আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালতে। এই আবহে গত কয়েকদিন ধরে কীভাবে দিন কেটিয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়? এই নিয়ে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, সঞ্জয় রায়কে ইতিমধ্যেই একটি বিশেষ সেলে রাখা হয়েছে। সেখানে সিসিটিভিতে নজরদারি চালানো হয়েছে তার ওপরে।
Sanjoy Roy Sentencing LIVE: ফাঁসি হবে সঞ্জয় রায়ের?
আরজি কর মামলায় শিয়ালদা আদালতে মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। সিবিআই ধৃত সঞ্জয়ের 'ক্যাপিটাল পানিশমেন্ট' বা মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল। এই পরিস্থিতিতে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সঞ্জয়কে ফাঁসি দেয় কি না, সেদিকে নজর সবার।
RG Kar Murder: সঞ্জয় রায়ের নামে চার্জশিট পেশ করে সিবিআই
তদন্ত করে সিবিআই সঞ্জয় রায়ের নামে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। এই আবহে বিচার প্রক্রিয়া শুরুর প্রায় ২ মাস আর সেই নৃশংস ঘটনার ৫ মাস ৯ দিন পর এই মামলার রায় ঘোষণা করা হয় গত ১৮ জানুয়ারি।
RG Kar Probe Update: কলকাতা পুলিশের পথে হেঁটেছে সিবিআই
কলকাতা পুলিশের পথে হেঁটেই সিবিআই দাবি করে সঞ্জয় রায়ই এই মামলায় একমাত্র দোষী। এর আগে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয়কে ধরেছিল পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে।
RG Kar Case Protest: আরজি কর ঘটনার প্রতিবাদে উত্তাল হয় বাংলা
এরই মাঝে সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। ১৪ সেপ্টেম্বর সেই অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। ১৬ সেপ্টেম্বর বিনীতকে সরিয়ে দেওয়া হয়। এই সবের মধ্যেই ৫ অক্টোবর ধর্মতলায় কয়েকজন জুনিয়র ডাক্তার ‘আমরণ অনশন’ শুরু করেন।
RG Kar Case Timeline: একনজরে আরজি কর মামলার ঘটনাপ্রবাহ
এই ঘটনাপ্রবাহে গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই ১০ অগস্ট গ্রেফতার করা হয় ধর্ষণ এবং খুনের মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিল সঞ্জয়। এরপর ১৩ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ১৮ অগস্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা শুনবে বলে জানায় সুপ্রিম কোর্ট।
RG Kar Case Update: সুপ্রিম কোর্টেও গড়িয়েছে আরজি কর মামলার জল
এদিকে আরজি কর কাণ্ডের জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও। সেখানে দীর্ঘদিন ধরে শুনানি চলে। শীর্ষ আদালতের নজরদারি সিবিআই তদন্ত চলে এই খুনের ঘটনায়। বন্ধ খামে তদন্তের গতিবিধি সম্পর্কে সুপ্রিম কোর্টকে অভিহিত করতে থাকেন কেন্দ্রীয় তদন্তকারীরা। গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও অভিজিৎ এবং সন্দীপের বিরুদ্ধে এখনও চার্জশিট দেয়নি সিবিআই। এই আবহে অভিজিৎ ছাড়া পেয়ে গিয়েছেন জামিনে। দুর্নীতির মামলায় এখনও জেলে আছেন সন্দীপ।
RG Kar Case Probe: আরজি কর তদন্তে একাধিক অভিযোগ
এই আরজি কর কাণ্ডের জেরে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। উত্তর থেকে দক্ষিণ ভারতে চিকিৎসকরা প্রতিবাদে সরব হয়েছিল। বাংলায় দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলে এই ঘটনার প্রতিবাদে। চাপের মুখে সরকারকে পুলিশ কমিশনার বদল করতে হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বৈঠকে বসতে হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে। উঠেছে রাজনীতির অভিযোগ। উঠেছে প্রভাব খাটিয়ে প্রমাণ লোপটের অভিযোগ। এই সবের মাঝেই তদন্ত এগিয়েছে এই মামলায়।
RG Kar Verdict: ফাঁসির দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই
এর আগে গত শনিবার, ১৮ জানুয়ারি দুপুর ২টো ৩০ নাগাদ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার রায়দান করে শিয়ালদা আদালত। এই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে আরজি করের নির্যাতিতার মা-বাবার দাবি, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও অনেকে জড়িত থাকতে পারেন।
Sanjoy Roy Sentencing LIVE: আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা
২০২৪ সালের ৯ অগস্ট, আজ থেকে ৫ মাস ১১ দিন আগে কলকাতা তথা বাংলা সহ গোটা দেশ হতবাক হয়ে গিয়েছিল। আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। প্রাথমিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ ওঠে সেই সময়। পরে জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। গত ১৮ জানুয়ারি সেই মামলায় রায়দান করবে শিয়ায়লদা আদালত। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। আজ সঞ্জয়ের সাজা ঘোষণার দিন।