বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সন্দীপ ঘোষের লম্বা হাতই বরাত পাইয়ে দিত বিপ্লব–সুমনকে, আদালতে দাবি করল সিবিআই

সন্দীপ ঘোষের লম্বা হাতই বরাত পাইয়ে দিত বিপ্লব–সুমনকে, আদালতে দাবি করল সিবিআই

সন্দীপ ঘোষ (HT_PRINT)

সিবিআইয়ের আইনজীবী চারজনকে ১০ দিনের হেফাজতে চেয়েছেন। তাঁদের দাবি, আরজি কর হাসপাতালের দুর্নীতি ষড়যন্ত্রের মূল মাথা সন্দীপ ঘোষ। আর আইনজীবীর সওয়াল, আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন। বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরও নতুন জট খুলতে পারে। তদন্তে নতুন কোনও দিশা খুলতে পারে।

আরজি কর হাসপাতালে যে দুর্নীতি হয়েছে তার মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষ। তদন্তে নেমে এই তথ্য পেয়েছে সিবিআই। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনকী মুর্শিদাবাদ থেকে কলকাতায় এই সন্দীপ ঘোষের লম্বা হাত অনেক কারসাজি করেছে বলেও অভিযোগ। সন্দীপ ঘোষের দৌলতে বরাত খুলেছিল বিপ্লব এবং সুমনের। আরজি কর হাসপাতালের অধ্যক্ষ হওয়ার পর থেকে অবাধে তাঁদের মিলেছে টেন্ডার। এবার হাসপাতালে আর্থিক দুর্নীতিতে ত্রিফলা যোগের দাবি করল সিবিআই। আর চাঞ্চল্যকর তথ্য হল, হাসপাতালের বর্জ্য পাচার থেকে মর্গ থেকে দেহ পাচার–সহ নানা অভিযোগ উঠেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সেসবের তদন্তে রয়েছেন খোদ সন্দীপ ঘোষই।

সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী ছিলেন বিপ্লব সিনহা–সুমন হাজরা দুই ব্যক্তি। সন্দীপ ঘোষ যে হাসপাতালের দায়িত্ব যেতেন সেখানেই জায়গা হতো এই দুই ব্যক্তির। তাই এই দু’‌জন আর সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতিতে এবার ত্রিফলা যোগের দাবি করল সিবিআই। আলিপুর আদালতে সিবিআইয়ের দাবি, মুর্শিদাবাদ হাসপাতালে দায়িত্ব পাওয়ার পরই সন্দীপ ঘোষের সঙ্গে পরিচয় হয় ভেন্ডর বিপ্লব সিনহার। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিক্যালের সুপার হতেই, সেখানে কাজ পেতে থাকেন বিপ্লব। তাঁর সূত্র ধরেই আর এক ভেন্ডর সুমন হাজরার সঙ্গে পরিচয় হয় সন্দীপের। সুমন হাজরা বরাত পেতে শুরু করেন ন্যাশনাল মেডিক্যালে। আর সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের অধ্যক্ষ হওয়ার পর যাবতীয় টেন্ডার যেত বিপ্লব–সুমনের কাছে। এই দুর্নীতির জাল তৈরিতে প্রত্যক্ষ যোগ ছিল সন্দীপ–বিপ্লব–সুমনের। আজ, বুধবার আদালতে নথি পেশ করে এই দাবি করল সিবিআই।

আরও পড়ুন:‌ বাঙালির পাতে পদ্মা নদীর ইলিশ মাছ পড়বে না দুর্গাপুজোয়, ফরমান জারি বাংলাদেশের

এখানেই শেষ নয়, আরজি কর হাসপাতালের ঘটনায় মামলার তদন্তভার হাতে পাওয়ার পরই সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সন্দীপের বাড়ি থেকে পোটলা বেঁধে নথি নিয়ে বেরিয়েছিলেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সব অভিযোগ জমা পড়েছিল সেসব অভিযোগপত্রের আসল কপি মিলেছে সন্দীপ ঘোষের বাড়িতে। যে নথি থাকার কথা হাসপাতালে। সন্দীপ ঘোষ তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি এবং আরও দু’‌জন বিপ্লব সিনহা ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। আর তাঁদের আদালত চত্বরে দেখা মাত্রই ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা অংশ। নিজাম প্যালেস থেকে আলিপুর পর্যন্ত শোনা গেল চোর–চোর এবং ধিক্কার স্লোগান। এমনকী চড়ও মারা হয় সন্দীপ ঘোষকে।

এছাড়া সিবিআইয়ের আইনজীবী চারজনকে ১০ দিনের হেফাজতে চেয়েছেন। তাঁদের দাবি, আরজি কর হাসপাতালের দুর্নীতি ষড়যন্ত্রের মূল মাথা সন্দীপ ঘোষ। আর আইনজীবীর সওয়াল, আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন। বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরও নতুন জট খুলতে পারে। তদন্তে নতুন কোনও দিশা খুলতে পারে। সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, ধৃত তিনজনের মধ্যে গভীর ষড়যন্ত্র ছিল। সেটা সামনে আসা দরকার। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত তিনি নিজেই করতেন বলে সিবিআই আদালতে দাবি করেছে। এদের সকলকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে বিচারকের পর্যবেক্ষণ, ‘‌কেস ডায়েরি যত্ন সহকারে খুঁটিয়ে পড়ে বোঝা যাচ্ছে এই কেস একটি বড় স্ক্যাম। এজেন্সিকে এই দুর্নীতির মানি ট্রেল এবং কেমন করে অপরাধ সংঘটিত হয়েছে সেটা খুঁজে বের করতে হবে।’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ছেলেকে বলুন অনশন তুলে নিতে, শরীর খারাপ হয়ে যাবে,বাড়িতে ফোন করে চাপ দিচ্ছে পুলিশ রসগোল্লার রস মাখালেন আলুর তরকারিতে, ডোবালেন লুচি! মিমির খাওয়া দেখে হাঁ নেটপাড়া আগে প্রমাণ হাতে আসুক, তারপরই হরিয়ানায় ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হবে কংগ্রেস অনশনের মাঝে ভাইরাল ডাক্তার স্নিগ্ধা-দেবাশিসের বিয়ের ছবি! ভালোবাসায় ভরাল নেটপাড়া ‘ওদের এখনই খেলাতে গেলে ভয়ঙ্কর পরিণাম হবে’! ভিয়েতনাম ম্যাচের আগে সতর্ক ম্যানোলো… সাপে কামড়ে ৩ বছরের মেয়ের মৃত্যু, জন্মদিনের উপহারের পুতুল জলে ভাসালেন বাবা ইংল্যান্ডের কাছে হারের পর পাক দলে ভূমিকম্প! PCB-র বড় সিদ্ধান্ত, পরিবর্তনের ঢেউ সৌরভের সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর 'নতুন শুরু', মহাষ্টমীতে প্রেমে ইস্তেহার মধুমিতার জাপানে পরমাণু বোমা হামলায় বেঁচে যাওয়াদের সংগঠন এবার পেল নোবেল শান্তি পুরস্কার বার বার অনশন করেছি, দল না ছেড়েও লড়া যায়,ডাক্তারদের জেলজীবনের কথা শোনালেন কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.