অভয়ার স্মৃতি অক্ষয় করে রাখতে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের নাম বদল করতে চান চিকিৎসকরা। আর তা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন চিকিৎসকরা। এই নাম পাল্টে ‘অভয়া ক্রসিং’ রাখা হোক। এই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী, মেয়র এবং মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এই আর্জি জানিয়ে চিঠি লিখেছে মুখ্যমন্ত্রীকে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। তার জেরে রাজ্যে আছড়ে পড়ে আন্দোলন। এবার এই আবেদন করা হয়েছে।
এদিকে ধর্মতলার এই ক্রসিং পেরিয়ে প্রত্যেকদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। অনেক আন্দোলন, মিছিলও হয়েছে এই ডোরিনা ক্রসিংয়ে। এবার গুগল মানচিত্রে মুছে দেওয়া হল ডোরিনা ক্রসিংয়ের নাম। গুগল ম্যাপে সার্চ করলে আর মিলবে না ডোরিনা ক্রসিং। চিকিৎসকদের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে গুগল। নির্যাতিতার নামে এই ডোরিনা ক্রসিংয়ের নামকরণ করা হোক বলে আবেদন করা হয়। নির্যাতিতার নাম বদল করে ‘অভয়া’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই সেই নামেই ক্রসিংয়ের নাম বদল করার আবেদন জানান চিকিৎসকরা। গুগল সেই অনুরোধ মেনে নিয়ে বদলে দিয়েছে নাম।
আরও পড়ুন: হাওড়ায় রান্নার গ্যাসের পাইপ কারখানা গড়ে উঠছে, ১০০ কোটি বিনিয়োগে বিপুল কর্মসংস্থান
অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্য ডাঃ কৌশিক চাকি এবং ডাঃ সঞ্জয় হোম চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে তাঁরা চিঠিতে লেখেন, ‘ডোরিনা ক্রসিং বরাবরই শহরের শান্তিপূর্ণ প্রতিবাদ কেন্দ্র। আরজি কর হাসপাতালে নৃশংস খুন ও ধর্ষণ হন তরুণী চিকিৎসক। এখন স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিবাদ ও ত্যাগের আর এক নাম। তাই ডোরিনা ক্রসিংয়ের নাম অভয়া ক্রসিং হলে উপযুক্ত মর্যাদা পাবেন অভয়া।’ গুগল চিকিৎসকদের অনুরোধ গ্রহণ করার পর ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’ মুখ্যসচিব–মেয়রকে ইমেল করে তা জানিয়ে দিয়েছে। সে কথা জানান, চিকিৎসক প্রমোদরঞ্জন রায়। চিকিৎসকদের অনুরোধ মেনে গুগল নতুন নাম দিয়েছে ‘অভয়া ক্রসিং’।
এছাড়া আবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় ধরনা মঞ্চ করেছেন চিকিৎসকরা। ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ওই ধরনা চলবে। এবার তার মধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হল। তরুণী চিকিৎসকের প্রতীকী নাম ‘অভয়া’ রাখা হয়েছে। ইতিহাস বলছে, এই ক্রসিংয়ের কাছে একটি বস্ত্র বিপণী ছিল। যার নাম ছিল ‘মা ডোরিনা’। আর সেই নামেই রাস্তার নাম হয়, ‘ডোরিনা ক্রসিং।’ এই দোকানের বোর্ডে একটি নিয়ন আলো জ্বলত যেটা অনেক দূর থেকে দেখা যেত। চিকিৎসকদের বক্তব্য, ‘এটা ঘটলে বার্তা যাবে, এমন অপরাধ কলকাতা কোনওদিন সহ্য করেনি। করবেও না। যিনি নির্যাতিতা তাঁকে ভোলেনি, ভুলবেও না।’