বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আজ জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিলে পা মেলাবেন জহর সরকার!‌ দাবি জাস্টিসের

আজ জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিলে পা মেলাবেন জহর সরকার!‌ দাবি জাস্টিসের

জহর সরকার

এমনকী দল ও রাজনীতিও ছেড়ে দিয়েছেন। এখন তিনি মুক্ত। তাই প্রতিবাদ মিছিলে হাঁটতেই পারেন। আর সেটা করারই সিদ্ধান্ত নিয়েছেন জহর সরকার বলে সূত্রের খবর। দল এবং রাজ্যসভার পদ ছাড়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ছিলেন। আর তাদের সঙ্গেই পা মেলাবেন তৃণমূলত্যাগী সাংসদ জহর সরকার বলে সূত্রের খবর।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় রাত দখল করেন মেয়েরা। ভোর দখল থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। তার পর তা উঠেও যায়। এবার আবার তা শুরু হল মঙ্গলবার থেকে। আবার আজ চারিদিক থেকে একটাই স্লোগান উঠতে থাকবে, ‘‌উই ওয়ান্ট জাস্টিস।’‌ এবার সেই আওয়াজ–সহ আরও নানা বিষয়ের প্রতিবাদে লক্ষ কণ্ঠের আওয়াজ উঠবে আজ মঙ্গলবারের ‘রাস্তা দখল’ মহামিছিলে। আর সব ঠিক থাকলে সেই মিছিলেই দেখা যাবে সদ্য তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়া জহর সরকারকে। এটাই এখন রাজ্য–রাজনীতির বড় খবর হয়ে দাঁড়িয়েছে।

আজ ১ অক্টোবর ঘড়ির কাঁটায় বিকেল ৫টা বাজলেই কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত রাস্তা দখল করবে একাধিক সংগঠন। তাঁদের স্লোগান থাকবে ‘লক্ষ কণ্ঠ রাজপথে, সব প্রতিবাদ একসাথে’। মহালয়ার আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করছে পুলিশ। এই মহামিছিলে উপস্থিত থাকবে ডাক্তার সংগঠন থেকে শুরু করে ইস্টবেঙ্গল–মোহনবাগান–মহামেডান সমর্থকরা। রিকশাচালক, যৌনকর্মী থেকে শুরু করে যাদবপুর–প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও। আজ রাতেই রাস্তায় নামছে প্রায় ৫০টি গণসংগঠন। আর তাদের সঙ্গেই পা মেলাবেন তৃণমূলত্যাগী সাংসদ জহর সরকার বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‌ ‘‌আমার কাছে ত্রাণ নিয়ে যেন কোনও অভিযোগ না আসে’‌, মন্ত্রীদের কড়া বার্তা মমতার

স্বাধীনতা দিবসের আগের রাতেও রাজপথে নেমেছিল নাগরিক সমাজ। এবার মহালয়ার আগে নামতে চলেছেন সর্বস্তরের মানুষ। আসলে প্রত্যেকটি বড় পার্বণ বা দিবসের আগে এমন প্রতিবাদ আন্দোলনে রাস্তায় নামা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আসলে ষড়যন্ত্র বলে দেখছেন একাংশ মানুষ। কারণ সুপ্রিম কোর্ট কাজে ফেরার নির্দেশ দিলেও তা মানছেন না জুনিয়র ডাক্তাররা। এবার প্রাক্তন এই আমলা কেন্দ্র–রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। প্রসার ভারতীর সিইও ছিলেন। আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন তৃণমূল কংগ্রেসের জহর সরকার।

এমনকী দল ও রাজনীতিও ছেড়ে দিয়েছেন। এখন তিনি মুক্ত। তাই প্রতিবাদ মিছিলে হাঁটতেই পারেন। আর সেটা করারই সিদ্ধান্ত নিয়েছেন জহর সরকার বলে সূত্রের খবর। দল এবং রাজ্যসভার পদ ছাড়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ছিলেন। জহর সরকার চিঠিতে লেখেন, ‘‌মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি।’

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.