বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আরজি কর হাসপাতালের ৫১ জন ডাক্তার সাসপেন্ড, জারি করা হয়েছে তদন্তের নোটিশ

আরজি কর হাসপাতালের ৫১ জন ডাক্তার সাসপেন্ড, জারি করা হয়েছে তদন্তের নোটিশ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

কোথায় কোন ডাক্তার নিয়োগ হবে সেটাও ঠিক করতেন সৌরভ। তদন্ত কমিটির মতে, সৌরভ পাল এবং কয়েকজন মিলে সিন্ডিকেট চালাতেন। যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে ৫১ জনের মধ্যে ২০ জন হাউস স্টাফ। আবার দু’জন সিনিয়র রেসিডেন্ট, একজন রিসার্চ সায়েন্টিস্ট এবং ১১ জন ইন্টার্ন।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার জেরে কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছে। এখন নানা মিছিল, ধরনা জারি আছে। সঙ্গে উঠেছে স্লোগান–উই ওয়ান্ট জাস্টিস। আর এই আবহে দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আর তার পরই যাবতীয় দুর্নীতির ‘আখড়া’ ভাঙতে তৎপর হল কর্তৃপক্ষ। স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ একাধিক চিকিৎসক রয়েছেন বলে সূত্রের খবর। এমনকী রয়েছেন একাধিক রেসিডেন্স চিকিৎসকও। এবার তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ পেয়ে কড়া শাস্তির পথে হাঁটতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোট ৫১ জনকে সাসপেন্ড করা হল। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে।

এদিকে এই সাসপেন্ড হওয়া ৫১ জনের মধ্যে হাউস স্টাফ, জুনিয়র ডাক্তার–সহ অনেকে রয়েছেন বলে খবর। এবার তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে। আগামী ১১ সেপ্টেম্বর তদন্ত কমিটির সামনে তাঁদের হাজিরা দিতে নোটিশ জারি করা হয়েছে। ততদিন পর্যন্ত তাঁদের হাসপাতালের যে কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে নিষেধ করা হয়েছে। তাঁদের হাসপাতালে আসতে হবে। নির্দিষ্ট কাজের সময় পর্যন্ত হাসপাতালে থাকতেও হবে। কিন্তু কোনওরকম চিকিৎসা পরিষেবায় হাত লাগানো যাবে না। অর্থাৎ ৫১ জন সাসপেন্ড হওয়া চিকিৎসক কাজ না করে শুধু বসে কাটাবেন। যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত।

আরও পড়ুন:‌ ‘‌বিনীত গোয়েল আপরাইট অফিসার’‌, দল–সাংসদ পদ ছেড়েও পুলিশ কমিশনারের প্রশংসায় জহর

অন্যদিকে আরজি কর হাসপাতালের স্পেশাল কলেজ কাউন্সিল এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার স্পেশাল কাউন্সিলের বৈঠক হয়। আর ওই বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ৫১ জন আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। তাই ৫১ জন চিকিৎসককে তদন্ত কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকার শীর্ষে আছেন রেডিওথেরাপি বিভাগের সিনিয়র রেসিডেন্স ডক্টর সৌরভ পাল। তাঁর বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ আছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এই হাসপাতালে এবং জেলার বিভিন্ন হাসপাতালগুলিতেও ‘দাদাগিরি’ চালাতেন সৌরভ বলে অভিযোগ।

এছাড়া কোথায় কোন ডাক্তার নিয়োগ হবে সেটাও ঠিক করতেন সৌরভ। তদন্ত কমিটির মতে, সৌরভ পাল এবং কয়েকজন মিলে সিন্ডিকেট চালাতেন। যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে ৫১ জনের মধ্যে ২০ জন হাউস স্টাফ। আবার দু’জন সিনিয়র রেসিডেন্ট, একজন রিসার্চ সায়েন্টিস্ট এবং ১১ জন ইন্টার্ন। একমাত্র তদন্ত কমিটি ডাকলে তবেই তাঁরা হাসপাতালে ঢুকতে পারবেন বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার ৫১ জনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন আরজি কর হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তারপরই তাঁদের বিরুদ্ধে শাস্তির বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বুধবার থেকে শাস্তি কার্যকর হতে পারে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.