আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার জেরে কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছে। এখন নানা মিছিল, ধরনা জারি আছে। সঙ্গে উঠেছে স্লোগান–উই ওয়ান্ট জাস্টিস। আর এই আবহেই সোমবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের একপ্রকার প্রশংসা করলেন জহর সরকার। যেখানে বিনীত গোয়েলকে কাঠগড়ায় তুলেছেন জুনিয়র ডাক্তাররা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লালবাজার অভিযান হয়েছে নগরপালের পদত্যাগের দাবিতে। আর সেখানে দল–সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করার পরও জহরের চোখে জহুরি বিনীত বলে মনে করা হচ্ছে।
আরজি কর হাসপাতালের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন সাংসদ জহর সরকার। আর তার জেরেই রবিবার তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তিনি। দলের রাজ্যসভার সাংসদ পদও ছাড়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন জহর সরকার। কিন্তু তারপরও পুলিশ কমিশনারের প্রশংসা বেশ তাৎপর্যপূর্ণ। জহর সরকার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সম্পর্কে প্রশংসাই করেছেন। বিনীত গোয়েলের ইস্তফা চেয়ে লালবাজার অভিযান পর্যন্ত করেছে সিপিএম। সেখানে জহর সরকার বলেন, ‘বিনীত ভাল ছেলে। ছেলেই বলছি। কারণ ও আমার থেকে অনেক ছোট। আপরাইট অফিসার। ওঁর শুধু কমিউনিকেশনে একটু অসুবিধা আছে।’
আরও পড়ুন: উত্তরবঙ্গের নদীগুলির সংস্কার করতে এল প্রস্তাব, দুশো কোটি টাকার বরাদ্দ চাইল সেচ দফতর
আরজি কর হাসপাতালের ঘটনায় কলকাতা পুলিশই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ধরে ছিল। গ্রেফতার করে জেলে ঢুকিয়েছিল। তারপর সেই তদন্তভার চলে যায় সিবিআইয়ের কাছে। তদন্তভার নেওয়ার পর প্রায় একমাস অতিক্রান্ত। কিন্তু জাস্টিস মেলেনি বলে মনে করছেন নাগরিক সমাজ থেকে তৃণমূল কংগ্রেস। এই আবহে জহর সরকারের বক্তব্য, ‘আমি বিনীতকে আড়াল করছি না। তবে হ্যাঁ আরজি কর হাসপাতালের ঘটনাটা আরও শক্ত হাতে পুলিশ কমিশনার হ্যান্ডেল করতে পারত। যেখানে অপরাধের ঘটনা ঘটেছে অর্থাৎ ক্রাইম সিনে যারা দাপিয়ে বেড়াচ্ছিল, তাদের ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল।’
গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিনীত গোয়েল তাঁর কাছে এসে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। সামনে দুর্গাপুজো আসছে। তাই কলকাতা পুলিশকে আইনশৃঙ্খলা–সহ নানাদিক সামাল দিতে হবে। সুতরাং কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হচ্ছে না বিনীত গোয়েলকে এটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়? এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েল ২০২২ সালে কলকাতার পুলিশ কমিশনার পদে আসীন হন। হিসাব বলছে আর তিন মাস এই পদে থাকবেন বিনীত গোয়েল। তারপর এমনিই পরিবর্তন হবে পুলিশ কমিশনার। তাই ধৈর্য্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে।