বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > স্বাস্থ্যভবন চত্বর মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়, এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী?‌

স্বাস্থ্যভবন চত্বর মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়, এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী?‌

সিসিটিভি ক্যামেরা

স্বাস্থ্যভবন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ। টানা ধরনা এখানে চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবন এলাকায় সবসময় কড়া পুলিশ নজরদারি থাকে। আগেও এখানে সিসি ক্যামেরা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা পর্যাপ্ত নয় বলে মনে করছে পুলিশ। সেখানে নতুন ক্যামেরাও লাগানো হচ্ছে।

এখনও সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনা অব্যাহত। বেশ কিছু দাবি তাঁদের মিটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর। তবে এই নিয়ে আরও কথা আছে তাঁদের। তাই আজ, বুধবার জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবকে ইমেল করেছেন আলোচনা করতে চেয়ে। তবে স্বাস্থ্যভবনের চারদিকে নিরাপত্তা বাড়াতে নতুন ১৪টি সিসি ক্যামেরা বসিয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। গত শুক্রবার রাতে এই সিসি ক্যামেরা ইনস্টলের কাজ করা হয়। কিন্তু বিষয়টি এখানে থেমে থাকছে না। এবার ওই এলাকায় নজরদারি আরও বাড়াচ্ছে পুলিশ।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে মামলার শুনানি হয়। সেখানেও নিরাপত্তার কথা বলা হয়েছে। হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই কাজ চলছে। তার মধ্যে স্বাস্থ্যভবন চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা বেশ তাৎপর্যপূর্ণ। এখানে জুনিয়র ডাক্তাররা ধরনা দিচ্ছেন। আরজি কর হাসপাতালের মতো যদি হামলা হয়, তাই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। এখন চিকিৎসকদের ধরনা কবে উঠবে?‌ এই প্রশ্নের উত্তর জানতে চায় সাধারণ মানুষ। যদিও কোনও উত্তর মেলেনি। তার মধ্যেই জরুরি ভিত্তিতে স্বাস্থ্য ভবনের সব রাস্তায় আরও সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ এই বিষয়ে চিঠি নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছে।

আরও পড়ুন:‌ ‘‌শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন?’‌‌ এখনও জানেন না পররাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্য ভবন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তাই নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ। টানা ধরনা এখানে চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবন এলাকায় সবসময়ই কড়া পুলিশ নজরদারি থাকে। আগেও এখানে সিসি ক্যামেরা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা পর্যাপ্ত নয় বলে মনে করছে পুলিশ। তাই এখন সেখানে নতুন ক্যামেরাও লাগানো হচ্ছে। এই নতুন সিসি ক্যামেরা লাগানো হলে এই এলাকায় সিসি ক্যামেরার সংখ্যা দাঁড়াবে ৬০–এর উপরে। এখন সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় ২৭৬টি সিসি ক্যামেরা কাজ করছে। সেখানে স্বাস্থ্য ভবন চত্বরে বসছে বাড়তি সিসি ক্যামেরা। আগের ৫১টি ক্যামেরা যত দ্রুত সম্ভব মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের এক অফিসার জানান, এবার স্বাস্থ্যভবন এলাকায় অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরা বসানো হবে। যাতে এই এলাকার নিরাপত্তা আরও বাড়ানো যায়। কারণ এখানে হামলার আশঙ্কা রয়েছে। কিছু তথ্য মিলেছে বলেই এমন পদক্ষেপ করা হচ্ছে। এই ক্যামেরায় ধরা পড়বে কোন নম্বরের গাড়ি কখন কোন এলাকায় যাচ্ছে। এমনকী এই উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরাগুলি প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে রাখতে সক্ষম। এখন আপাতত স্বাস্থ্যভবন এবং জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ এলাকার নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.