বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > টালা থানার ওসিকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ, পাশে থাকার বার্তা স্রেফ আশ্বাস

টালা থানার ওসিকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ, পাশে থাকার বার্তা স্রেফ আশ্বাস

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। (PTI)

সিবিআই হেফাজতে রয়েছেন অভিজিৎ মণ্ডল। সেখানে সাসপেন্ড করে দেওয়ার অর্থ বিষয়টি কলকাতা পুলিশের ঘাড় থেকে নামিয়ে দেওয়া। অথচ দু’‌দিন আগেই বাড়ি গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পদস্থ অফিসাররা। এখন বিনীত গোয়েলও কলকাতা পুলিশ কমিশনার পদে নেই। সুতরাং অভিজিৎ মণ্ডল এখন কার্যত একা হয়ে গেলেন। তাই তাঁর লড়াইটাও একার।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এখন এই মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। আর সিবিআই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে। তা নিয়ে নানা প্রশ্নও তুলেছিলেন কলকাতা পুলিশের একাংশ। এই গ্রেফতার ত্রুটিপূর্ণ বলে অনেক পুলিশ অফিসার আলোচনা করতে থাকেন। আর আজ, বুধবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। সুতরাং এখন আর কোনও যোগসূত্র রাখা হল না।

দু’‌দিন আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা করে আসেন কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা। তখন তাঁর স্ত্রীকে জানান, কলকাতা পুলিশ পাশে আছে অভিজিতের। কিন্তু এতকিছুর পর কলকাতা পুলিশই অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করল। আসলে সিবিআই কোনও পুলিশ অফিসারকে গ্রেফতার করলে নিয়ম অনুযায়ী সাসপেন্ড করতেই হয়। সেটাই করা হয়েছে। সেক্ষেত্রে টালা থানার প্রাক্তন ওসির পাশে কেমন করে কলকাতা পুলিশ থাকবে?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ–খুন করার ঘটনায় অভিজিৎ মণ্ডলের নাম জড়িয়ে গিয়েছে।

আরও পড়ুন:‌ মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকলে বেঁধে রাখল বাবা, ২০ বছর এভাবেই কাটল মালদায়, কেন?

সিবিআইয়ের দাবি, তথ্যপ্রমাণ লোপাট করার ক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের হাত আছে। সিবিআই হেফাজতে থাকাকালীন জেরায় ওসি অভিজিৎ মণ্ডল নিজের কাজ নিয়ে বিস্তারিত সিবিআই অফিসারদের জানিয়েছিলেন। তদন্তে তিনি কোন কাজ করেছিলেন এবং কোথায় থেমেছিলেন তাও জানান। তাতে প্রমাণ লোপাটের কোনও তথ্য বেরিয়ে আসেনি। আরও কিছু জানতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখন কলকাতা পুলিশের অন্য কোনও ভাবনা আছে কিনা তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, টালা থানার ওসির গ্রেফতারে ত্রুটি আছে বলে মামলা করতে চায় কলকাতা পুলিশ। তার আগে এই সাসপেন্ড করা বেশ তাৎপর্যপূর্ণ।

এখন সিবিআই হেফাজতে রয়েছেন অভিজিৎ মণ্ডল। সেখানে সাসপেন্ড করে দেওয়ার অর্থ বিষয়টি কলকাতা পুলিশের ঘাড় থেকে নামিয়ে দেওয়া। অথচ দু’‌দিন আগেই বাড়ি গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পদস্থ অফিসাররা। এখন বিনীত গোয়েলও কলকাতা পুলিশ কমিশনার পদে নেই। সুতরাং অভিজিৎ মণ্ডল এখন কার্যত একা হয়ে গেলেন। তাই তাঁর লড়াইটাও একার। এখন যতক্ষণ না পর্যন্ত অভিজিৎ মণ্ডল ক্লিনচিট পাচ্ছেন ততক্ষণ আর কলকাতা পুলিশের সঙ্গে কোনও যোগাযোগ থাকবে না। আদালত যদি তাঁকে ছেড়ে দেয় তাহলে মুক্তি পাবেন অভিজিৎবাবু।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.