বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌তাঁরা যখনই কথা বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে!’‌, চন্দ্রিমার নিশানায় জুনিয়র ডাক্তাররা

‘‌তাঁরা যখনই কথা বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে!’‌, চন্দ্রিমার নিশানায় জুনিয়র ডাক্তাররা

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। (PTI)

শনিবার স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন। লাইভ স্ট্রিমিং এবং ভিডিয়োগ্রাফি নিয়ে অনড় অবস্থানে ছিলেন জুনিয়র ডাক্তাররা। যদিও বাইরে এসে সাংবাদিকদের তাঁরা জানান তাঁদের কোনও দাবিতেই রাজি না হওয়ায় বৈঠক ভেস্তে গিয়েছে।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার জেরে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। বিচারের দাবি তুলেছেন। স্লোগান উঠেছে ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌। তার মধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক ভেস্তে যাওয়ার জন্য রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে শনিবার রাতে অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। আর আজ, রবিবার সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারী চিকিৎসকদেরকেই দায়ী করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উভয় পক্ষের অনড় অবস্থানেই বৈঠক ভেস্তে যাওয়ার কারণ বলে মনে করছেন অনেকে। তাই দ্রুত অচলাবস্থা কাটুক সেটাই চাইছেন সবাই।

আরজি কর হাসপাতালের ঘটনায় বিচার চেয়ে প্রায় ৩৫ দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। তবে এখনও জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয়নি। যার জেরে এখনও রফাসূত্র বের হয়নি। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার জেরেই তা হয়নি বলে অভিযোগ উঠছে। তবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তিনি কড়া অবস্থান নিতে চান না। ডাক্তাররা যাতে কোনও সমস্যায় না পড়েন সেটা দেখবেন তিনি। মুখ্যমন্ত্রীর মানসিকতা সবাই দেখেছেন। ভবিষ্যতেও মানুষ দেখবে। শুধু শনিবারই নয়, আগেও মুখ্যমন্ত্রী বারবার বৈঠকে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে অপেক্ষাও করেছেন। কিন্তু লাভ কিছুই হয়নি।’‌

আরও পড়ুন:‌ বাঁকুড়া হাসপাতালে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, রবিবার থেকেই উঠল কর্মবিরতি

লাইভ স্ট্রিমিং এবং ভিডিয়োগ্রাফি নিয়ে অনড় অবস্থানে ছিলেন জুনিয়র ডাক্তাররা। যদিও বাইরে এসে সাংবাদিকদের তাঁরা জানান, তাঁদের কোনও দাবিতেই রাজি না হওয়ায় বৈঠক ভেস্তে গিয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্য, ‘‌এই কর্মবিরতি মানুষের পক্ষে ক্ষতিকারক। ইতিমধ্যেই ২৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ৭ হাজার মানুষ অস্ত্রপচার করার জন্য নানা হাসপাতালের সামনে অপেক্ষা করছেন। লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ৪০ জন ডাক্তার বৈঠকে এসেছিলেন। তার অর্থ তাঁদের আন্দোলনকারীরা বিশ্বাস করে। তাহলে লাইভ স্ট্রিমিং কেন? বলা হয়েছিল, বিষয়টি বিচারাধীন থাকায় লাইভ করা যাবে না। বৈঠকের মিনিটস হবে। মুখ্যমন্ত্রী তাতে সই করবেন। পরে ওরা বলেছেন মিনিটস চান। তাহলে এই কথাটা আগেই বলতে পারতেন। তার জন্য ৩ ঘণ্টা সময় নষ্ট করার প্রয়োজন ছিল না।’‌

শনিবারই স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ‘‌৩ ঘণ্টা অপেক্ষা করেও লাভ হয়নি। রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করার পর যখন আমরা বেরিয়ে আসতে চাইছি, ঠিক তখনই নিজেদের দাবিদাওয়া সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা বসতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের প্রতি মুখ্যমন্ত্রী সবসময় সহানুভূতিশীল। জুনিয়রদের দাবি মেনে ৭ ডাক্তারকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার ওঁদের ভিজতে নিষেধ করলেও সেকথা ওরা শোনেনি। আমরা সবাই অপেক্ষা করে থাকলাম। কিন্তু লাভ হল না। তাঁরা যখন কথা বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে! আর কথা বলার থাকতে পারে?’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.