বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌রাত দখল করো’‌, সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল শুনানির আগে সুখেন্দুর ইঙ্গিতপূর্ণ পোস্ট

‘‌রাত দখল করো’‌, সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল শুনানির আগে সুখেন্দুর ইঙ্গিতপূর্ণ পোস্ট

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। (ছবি সৌজন্যে ভিডিয়ো)

যাঁরা গতকাল লালবাজার অভিযান করেছিলেন তাঁরা জানান, আপাতত লালবাজার থেকে ডাক্তারদের অবস্থান উঠলেও আন্দোলন চলবে। এই কথা জানানোর পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন। সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরই এক্স হ্যান্ডেলে সুখেন্দুশেখর লিখেছিলেন, মিডল স্টাম্প উপড়ে গেল। এর পর কী।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। যার তদন্ত করছে সিবিআই। আগামীকাল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আছে আরজি কর মামলার শুনানি। তার আগে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর হাসপাতালে ঘটা ঘটনার পর থেকেই নানা পোস্ট করেছেন এই পোড়খাওয়া সাংসদ। তা নিয়ে বিতর্ক হয়েছে দলের ভিতরে ও বাইরে। এবারও তার ব্যতিক্রম হল না। রাত জাগার পক্ষে সওয়াল করেছেন তিনি। আর তাতেই রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে।

সিবিআই এই ঘটনার তদন্ত করতে প্রায় ২২ দিন লাগিয়ে দিল। তারপরও কোনও নতুন তথ্য বের করতে পারেনি। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এবার আবার রাত জাগার পালা। কলকাতার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের একটা বড় অংশ আজ রাতে পথে নামার প্রস্তুতি শুরু করেছেন। সেখানে সাধারণ মানুষের যোগদানের সম্ভাবনাও রয়েছে। তবে সাধারণ মানুষজনকে বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় সামিল হতে আহ্বান জানিয়েছেন তাঁরা। তারই মধ্যে উন্মাদনা ও উদ্যমকে আরও অক্সিজেন দিলেন সাংসদ সুখেন্দুশেখর রায়। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এখানেই শেষ নয়, যাঁরা গতকাল লালবাজার অভিযান করেছিলেন তাঁরা জানান, আপাতত লালবাজার থেকে ডাক্তারদের অবস্থান উঠলেও আন্দোলন চলবে। এই কথা জানানোর পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন। সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরই এক্স হ্যান্ডেলে সুখেন্দুশেখর লিখেছিলেন, মিডল স্টাম্প উপড়ে গেল। এর পর কী। তারপর বাস্তিল দুর্গের পতনের তথ্য সামনে নিয়ে এসেছিলেন। কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। এমন নানা কথা আগে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন। এবার কিন্তু একেবারে নতুন কথা লিখলেন।

আরও পড়ুন:‌ বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা, বড় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

এছাড়া আরজি কর হাসপাতালের ঘটনায় প্রথম থেকেই তদন্ত করছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তারপর তা যায় সিবিআইয়ের হাতে। আর আজ বুধবার সুখেন্দুশেখর রায় লেখেন, ‘‌রাত দখল করো—মানুষের মৌলিক অধিকারও পুনরুদ্ধার করো। যাতে সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী মানুষ মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে।’‌ সুতরাং একদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ রাত জাগার আহ্বান জানাচ্ছেন অপরদিকে মৌলিক অধিকারের কথা স্মরণ করালেন। যা নিয়ে তাঁর দলের অস্বস্তি বাড়তেই পারে।

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যভবন অভিযানে 'ব্রেন' হাতে জুনিয়ার ডাক্তাররা! কী কী ঘটল? এবার আসছে নয়া কর সিস্টেম, এলাকাভিত্তিক সম্পত্তি কর পুরসভায়, কবে থেকে চালু? মমতার উৎসবে ফেরার বার্তায় ‘না’, স্বস্তিকা-কিঞ্জলদের ছবি বয়কটের ডাক ছাত্রনেত্রীর বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.