আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর তার জেরে ডাক্তারদের একটা বড় অংশ আন্দোলনে নেমেছিলেন। এমনকী রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাও চান অনেকে। কিন্তু দেখা যায়, মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসকদের মঞ্চে হাজির হন। আর অপরাধীর ফাঁসি চান। পথে নেমে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসে দাবিদাওয়া মেনে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এখন সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন। শিয়ালদা আদালতে মামলা শেষ হয়েছে। আগামী ১৮ জানুয়ারি রায় ঘোষণা হবে সম্ভবত। এই আবহে এবার চিকিৎসকদের মনের কথা শুনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে চিকিৎসকদের নিয়ে ডায়মন্ডহারবার জুড়ে ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে ব্যাপক সাড়া মিলছে। সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, অস্ত্রোপচার–সহ নানা পরিষেবা পাচ্ছেন। আর তার মধ্যেই এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের পক্ষ থেকে জানানো হল, আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে চিকিৎসকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘চিকিৎসার অপর নাম সেবা’। যে দাবি মেনে নিয়েছিল রাজ্য সরকার সেই মতো কাজও করেছে। আর সেটা কেমন হয়েছে, আর কোনও দাবি আছে কিনা, এখন কাজ কেমন চলছে সব আলোচনা হবে ওই অনুষ্ঠানে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র টোল ফ্রি নম্বরে ফোন বাসিন্দাদের, দু’হাজার কিমি রাস্তা সংস্কারের উদ্যোগ
আজ, বৃহস্পতিবার কলকাতায় একটি সাংবাদিক সম্মেলন করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত থেকে ডাক্তার যোগীরাজ রায়ও। তাঁরা জানান, আরজি কর হাসপাতালের ঘটনার পর চিকিৎসকদের একাংশের মনে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেটা মুছে দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি সব ডাক্তারদের মনের কথা শুনবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের প্রেক্ষাগৃহে বৈঠক হবে বড় আকারে। তাই আমন্ত্রণ করা হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়াকে। জেলা হাসপাতাল এবং ব্লক হাসপাতালগুলির ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন।
কেন মনের কথা জানতে চান? নবান্ন সূত্রে খবর, যে উদ্যোগ নিয়ে পর পর দুটি এমন ঘটনায় রাজ্য সরকার অপরাধীদের ফাঁসি পর্যন্ত শুনিয়েছে তা এখনও সিবিআই পারল না আরজি কর হাসপাতালের ঘটনায়। তার উপর যে কথা দিয়েছিল রাজ্য সরকার সে কথা রেখেছে তারা। এখন নির্যাতিতার পরিবার বিচার পায়নি। সেটাও চায় রাজ্য সরকার। তাই সুপ্রিম কোর্টে সব তথ্য দিয়েছে। এখন চিকিৎসকদের মনের কথা জানতে চান মুখ্যমন্ত্রী। স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের পক্ষ থেকে চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্তের বক্তব্য, ‘চিকিৎসার অপর নাম সেবা’ শীর্ষক অনুষ্ঠান হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। আরজি কর হাসপাতালের ঘটনার আবহে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের দূরত্ব মেটাতে মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। এখানে কেউ ব্রাত্য নন। আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পাচ্ছেন। যোগ দিতে পারেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও। তাঁদের কথাও শুনবেন মুখ্যমন্ত্রী।