বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar protest: ‘আমাদের ন্যায়বিচার ছিনিয়ে নিতে হবে’ মিছিল থেকে বার্তা নির্যাতিতার বাবার

RG Kar protest: ‘আমাদের ন্যায়বিচার ছিনিয়ে নিতে হবে’ মিছিল থেকে বার্তা নির্যাতিতার বাবার

‘সহজে ন্যায়বিচার পাওয়া যাবে না, ছিনিয়ে নিতে হবে’ মিছিল থেকে বার্তা নির্যাতিতার বাবার (Hindustan Times)

এদিনের মিছিল থেকে নির্যাতিতার বাবা বার্তা দিয়ে বলেন, ‘আমরা সহজে ন্যায়বিচার পাব না। আমাদের এটা ছিনিয়ে নিতে হবে। সবার সাহায্য ছাড়া এটা সম্ভব হবে না। আপনারা সবাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াই করার সাহস জুগিয়েছেন।’   চিকিৎসকদের একটি যৌথ মঞ্চের তরফে এদিন মিছিলের ডাক দেওয়া হয়। 

আরজি করের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। রবিবার ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকদের মিছিলে উপস্থিত ছিলেন তিলোত্তমার বাবা-মা। রবিবার সুপ্রিম কোর্টের একটি নির্ধারিত শুনানির আগে চিকিৎসকদের মিছিলে যোগ দিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই ন্যায় বিচার ছিনিয়ে নেওয়ার বার্তা দিলেন নির্যাতিতার বাবা। উল্লেখ্য, এনিয়ে গত সপ্তাহে দুদিন প্রতিবাদ মিছিলে যোগ দিলেন নির্যাতিতার বাবা মা। এর আগে তাঁরা গত ৪ সেপ্টেম্বর মিছিলে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: ‘জাস্টিসের’ মিছিলে ‘মহিলাদের গায়ে হাত’ তৃণমূলের, নেতা বললেন ‘হাতটা খুব ফুলেছে’

এদিনের মিছিল থেকে নির্যাতিতার বাবা বার্তা দিয়ে বলেন, ‘আমরা সহজে ন্যায়বিচার পাব না। আমাদের এটা ছিনিয়ে নিতে হবে। সবার সাহায্য ছাড়া এটা সম্ভব হবে না। আপনারা সবাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াই করার সাহস জুগিয়েছেন।’   চিকিৎসকদের একটি যৌথ মঞ্চের তরফে এদিন মিছিলের ডাক দেওয়া হয়।  এনআরএস হাসপাতাল থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করেন চিকিৎসকরা। নির্যাতিতার মা মিছিল থেকে বলেন, ‘আমাদের এই কঠিন সময়ে এত লোক পাশে দাঁড়ানোয় আমাদের শক্তি দিয়েছে। প্রতিদিন যখন আমি ভাবি যে আমার মেয়েটি কীভাবে কষ্ট পেয়েছিল তখন আমার খুব কষ্ট হয়।’ এরপরেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্যাতিতার মা বলেন, ’প্রথম থেকেই পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করেনি। তারা যদি সহযোগিতা করত তাহলে আমরা আশার আলো দেখতে পেতাম। এতো বড় একটি অপরাধের পরেও পুলিশ এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।’

এদিনের মিছিলে যোগ দিয়েছিলেন নির্যাতিতার এক মাসি। তিনিও এই লড়াইয়ে সকলকে পাশে থাকার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার চোখের সামনে তাকে বড় হতে দেখেছি। তবে এমন একটি দিন যে আমাদের জন্য অপেক্ষা করছিল তা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা বিচার চাই। আমরা চাই ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আপনারা সবাই আমাদের পাশে থাকুন।’

অন্যদিকে, রাসবিহারিতে এদিনই বিচারের দাবিতে আরও একটি মিছিল হয়। তাতে  দক্ষিণ কলকাতার ৫২টি স্কুলের প্রাক্তন পড়ুয়ারা যোগ দিয়েছিলেন। সেখানে ছিলেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, ‘আমরা চাইছি যারা এই ঘটনার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সিবিআই তাদের খুঁজে বার করুক। কোনও অভিযুক্ত যাতে ছাড়া না পায়।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর দিল্লিতে বাজেয়াপ্ত ২,০০০ কোটি টাকার কোকেন, ভারত-দুবাই-লন্ডনে ছড়িয়ে পাচারের জাল!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.