ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হঠাৎ লরি এসে সজোরে ধাক্কা মারায় মৃত্যু হল এক ট্রাফিক গার্ড হেড কোয়ার্টারের এক কনস্টেবলের। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। খাস কলকাতার উল্টোডাঙায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মৃত এই কনস্টেবলের দেহটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় চাঞ্চল্য।
ঠিক কী ঘটেছে উল্টোডাঙায়? স্থানীয় সূত্রে খবর, মৃত কনস্টেবলের নাম নেপোলিয়ন বলোয়ারি। তিনি ট্রাফিক গার্ডের হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন। শনিবার রাতে তিনি ডিউটি শেষ করেন। আর রবিবার সকালে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু একটি বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কনস্টেবলের মোটরবাইকে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ১০টা বেজে ৪৫ মিনিট নাগাদ উল্টোডাঙা থানা এলাকার আরজি কর রোডে ঘটে পথ দুর্ঘটনা। লরি সজোরে ধাক্কা মারে কনস্টেবলের মোটরবাইকে। তখন ওই কনস্টেবল ছিটকে পড়েন ট্রাম লাইনের উপর। রক্তে ভেসে যায় রাস্তাটি। গুরুতর জখম অবস্থায় ওই কনস্টেবলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গ্রেফতার হয়েছে লরির চালক।
আর কী জানা যাচ্ছে? এই ঘটনার পর তড়িঘড়ি কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে ওই কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরি ও চালককে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সিভিক ভলেন্টিয়ারের। উলুবেড়িয়া ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনাটি ঘটে। জাতীয় সড়কে ডিউটি করার সময় হঠাৎ একটি লরি পিষে দিয়ে চলে যায় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের।