বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ডালহৌসি এলাকায় বড় পথ দুর্ঘটনা ঘটল, নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডে ধাক্কা সরকারি বাসের

ডালহৌসি এলাকায় বড় পথ দুর্ঘটনা ঘটল, নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডে ধাক্কা সরকারি বাসের

ডালহৌসি এলাকায় পথ দুর্ঘটনা ঘটল।

তবে মেট্রো রেলে কাজ চলায় সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন কর্মী। এই সরকারি বাসটি সজোরে ধাক্কা মারায় তীব্র আওয়াজ হয় ডালহৌসি চত্বরে। তাতে আতঙ্কিত হয়ে পালিয়ে যান কয়েকজন কর্মী। কিন্তু বাসটি গুমটিতে গিয়ে ধাক্কা মারলে তিনজন কর্মী মারাত্মক আহত হন। এই ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়েছে।

বুধবার সকালে ডালহৌসি এলাকায় পথ দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। এমনকী ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারে। এই পথ দুর্ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে অফিসপাড়ায়। কারণ বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় গুঁড়িয়ে গিয়েছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর গুমটি। এমনকী এই পথ দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন মেট্রোর তিনজন কর্মী। তাঁদের তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাণে বেঁচে গিয়েছেন নিত্যযাত্রীরা।

ঠিক কী ঘটেছে ডালহৌসি এলাকায়?‌ স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে। বাসটি ছিল শিয়ালদা–ঠাকুরপুকুর রুটের। শিয়ালদা থেকে ঠাকুরপুকুর যাওয়ার পথে মহাকরণের কাছে বাঁক নিতে গিয়ে বিবাদী বাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাসটির। তখন ফুটপাতে উঠে পড়ে এস–থ্রিএ রুটের সরকারি বাসটি। আর সজোরে ধাক্কা মারে ব্যারিকেডে। তবে পথ দুর্ঘটনার পরেই সরকারি বাস ফেলে চালক পালিয়ে যান। নিত্যযাত্রীদের বয়ান অনুযায়ী, বেপরোয়া গতিতে ছুটছিল সরকারি বাসটি। আর তাই এই পথ দুর্ঘটনা ঘটেছে।

আর কী জানা যাচ্ছে?‌ ঠাকুরপুকুর–শিয়ালদা রুটের এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই দ্রুতগতিতে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা ব্যারিকেডে। নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি ধাক্কা মারে বলে যাত্রীরা জানাচ্ছেন। তবে মেট্রো রেলে কাজ চলায় সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন কর্মী। এই সরকারি বাসটি সজোরে ধাক্কা মারায় তীব্র আওয়াজ হয় ডালহৌসি চত্বরে। তাতে আতঙ্কিত হয়ে পালিয়ে যান কয়েকজন কর্মী। কিন্তু বাসটি গুমটিতে গিয়ে ধাক্কা মারলে তিনজন কর্মী মারাত্মক আহত হন। এই ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়েছে।

কেন এমন পথ দুর্ঘটনা ঘটল?‌ সূত্রের খবর, সরকারি বাসের চালক ঢুলছিল। তাঁর চোখে ঘুম ছিল। তাই নিয়েই বাস চালাচ্ছিলেন। হঠাৎ ডালহৌসির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর মেট্রোর গুমটি–সহ ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারে। সেখানে কাজ চলছিল বলে কর্মীরা উপস্থিত ছিলেন। যাঁরা বিষয়টি দেখতে পেয়েছেন তাঁরা পালাতে পেরেছেন। আর যাঁরা পাননি তাঁদের মধ্যে তিনজনের আঘাত লাগে। পথ দুর্ঘটনার পর দ্রুত ওই এলাকায় উপস্থিত হন পুলিশ কর্মীরা। তাঁরা নিরাপদে বাস যাত্রীদের নামিয়ে আনেন বাসের ভিতর থেকে। তবে ততক্ষণে পলাতক সরকারি বাসের চালক। এখনও আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন