চিংড়িঘাটা, উল্টোডাঙা, তারাতলা, উলুবেড়িয়ায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিনের এই পথ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আবার পথ দুর্ঘটনা ঘটল শহরে। আজ, শনিবার সাতসকালে পার্ক সার্কাসে উল্টে গেল গাড়ি। পার্ক সার্কাস ৭ পয়েন্টের দিকে যাওয়ার সময় উল্টে যায় গাড়িটি। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। ফাঁকা রাস্তায় গাড়ি উল্টে যাওয়ায় চমকে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শীতের সকালে এই পথ দুর্ঘটনা বেশ ভাবিয়ে তুলেছে।
ঠিক কী ঘটেছে পার্ক সার্কাসে? স্থানীয় সূত্রে খবর, শনিবার শীতের সকালে ফাঁকা রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়। এই বিকট আওয়াজের জেরে অনেকের ঘুম ভেঙে যায়। তখন ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছে প্রাইভেট গাড়ি। সেই গাড়ি থেকে চালক–সহ তিনজনকে গাড়ি থেকে বের করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গাড়ি থেকে বেরিয়েই পালিয়ে যান ওই তিনজন যাত্রী। গাড়িতে থাকা তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে যাত্রীদের কাউকে পাওয়া যায়নি। কারা এই গাড়িতে ছিলেন? গাড়ির মালিক আসলে কে? সেসবই এথন জানার চেষ্টা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা পুলিশকে জানান, গাড়ির মধ্যে তিনজন ছিলেন। তবে কারও গুরুতর আঘাত লাগেনি। গাড়ির নম্বর দিয়ে মোটর ভেহিকেল্স থেকে তথ্য জানা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই চিংড়িঘাটার পথ দুর্ঘটনায় আহত হন পরপর ৮ জন। তাঁদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়। একজন সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরে দ্রুতগতিতে এগিয়ে যায় গাড়িটি। আবার তারাতলায় সিভিক ভলেন্টিয়ারকে পিছন থেকে ধাক্কা মেরে পিষে দেয় গাড়ি। উলুবেড়িয়াতেও সিভিক ভলেন্টিয়ারকে লরি পিষে দেয়। উল্টোডাঙাতেও পথ দুর্ঘটনা ঘটেছিল। এবার খাস কলকাতার পার্ক সার্কাসে ঘটল পথ দুর্ঘটনা। এমনকী শুক্রবার বেপরোয়া গতির বাস ধাক্কা মারে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের গাড়িতে।