বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Roddur Roy: জামিন রোদ্দুর রায়ের, বিশেষ ভিডিয়ো করতে হবে,নির্দেশ আদালতের, কী Video

Roddur Roy: জামিন রোদ্দুর রায়ের, বিশেষ ভিডিয়ো করতে হবে,নির্দেশ আদালতের, কী Video

ইউটিউবার রোদ্দুর রায়

তারকাটা বলেও তাঁকে গালি দিতেন অনেকে। আর তাঁর ভিডিয়ো মানেই তীব্র গালিগালাজ। এবার জামিন পেলেন রোদ্দুর রায়। 

তাঁর ভিডিয়ো মানেই বিতর্কের আতুরঘর। তার সঙ্গেই গালিগালাজের ফোয়ারা। এবার সেই ইউটিউবার রোদ্দুর রায় সব মামলাতেই জামিন পেলেন । তবে জামিন দিলেও একটি বিশেষ নির্দেশ দিয়েছে আদালত।সেই নির্দেশে করা ভিডিয়োটি বিচারপ্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আদালত সূত্রে খবর, জাতীয় পতাকার অপমান করার অভিযোগ উঠেছিল রোদ্দুরের বিরুদ্ধে। এবার একটি ভিডিয়ো করেই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রোদ্দুর রায়কে। এটি আদালতের নির্দেশ। 

এদিকে হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে যে মামলা ছিল তাতে আগেই জামিন পেয়েছিলেন তিনি। সোমবার তিনি বটতলা থানার মামলাতেও জামিন পেলেন। প্রসঙ্গত কলকাতার একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। মুখ্যমন্ত্রীকে নিশানা করে ভিডিয়োতে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এরপর গোয়া থেকে গত ৭ জুন তাঁকে পুলিশ গ্রেফতার করেছিল। মাঝে কয়েকদিন রোদ্দুর জেল হেফাজতেও ছিলেন। তবে মাস শেষ হওয়ার আগেই তিনি জামিন পেলেন।

রোদ্দুর রায়ের আইনজীবী ইয়াসিন রহমান জানিয়েছেন, রোদ্দুর রায়কে ১ হাজার টাকার অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। জামিনের জন্য ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও জমা দিতে হবে। তিনি জাতীয় পতাকার অবমাননা করেছিলেন বলে অভিযোগ ছিল। তার জন্য অন্য একটি ভিডিয়ো করে তাঁকে ক্ষমা চাইতে হবে। তবে সেই ভিডিয়ো বিচারপ্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না।  

মানবাধিকার অক্ষুন্ন থাক, জয় মোক্সাবাদ, রাতে জেল থেকে বেরিয়ে দুহাত তুলে জানালেন রোদ্দুর। মুখে সেই অনাবিল হাসি।

 

 

বন্ধ করুন