আজ, সাধারণতন্ত্র দিবসের দিনই সামনে চলে এল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের কাটছাঁটের সফরসূচি। কথা ছিল, ১০ দিনের সফরে বাংলায় আসবেন তিনি। কিন্তু এখন জানা গিয়েছে, টানা ১০ দিনের সফরে আসছেন না মোহন ভাগবত। বরং সেটা কমিয়ে আনা হয়েছে। বাংলা সফরের সূচি নিজেই কাটছাঁট করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তার জেরে আগামী ১১ ফেব্রুয়ারি আসছেন তিনি বাংলায়। তবে তিন থেকে চারদিনের জন্য। এই খবর প্রকাশ্যে আসার পর হতাশ হয়ে পড়েছেন বঙ্গ–বিজেপির তাবড় নেতারা। আসলে তাঁদের একরকম পরিকল্পনা ছিল। সেটাই এবার ভেস্তে গেল।
যদিও মোহন ভাগবতের এই তিন–চারদিন ঠাসা কর্মসূচি থাকছে। সুতরাং সবাইকে সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না। শুধু কলকাতাতেই তিনি থাকবেন এমন নয়। তিনি বর্ধমানেও নানা কর্মসূচিতে অংশ নেবেন বলে সূত্রের খবর। আগের সূচি অনুযায়ী, ১০ দিনের সফরে আগামী ৭ ফেব্রুয়ারি বঙ্গে আসার কথা ছিল মোহন ভাগবতের। সেটা এবার পিছিয়েও গেল। সফরও কমে গেল। মোহন ভাগবতের ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থাকার কথা ছিল। তারপর বর্ধমান যাওয়ার কথা ছিল। সেখানে তিনি আসছেনই ১১ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: ডেবরায় স্কুলের অদূরেই নির্জন জায়গায় সহপাঠিনীকে ধর্ষণ করল পড়ুয়া, গ্রেফতার করল পুলিশ
আর তিন–চারদিন থাকার অর্থ হচ্ছে ১৪ অথবা ১৫ তারিখ। তখন রাজ্যে উৎসবের মেজাজই থাকবে। কারণ ১৪ ফেব্রুয়ারি ‘প্রেম দিবস’ অর্থাৎ ভ্যালেন্টাইন ডে। সেখানে এখন তিন বা চারদিনের সফর করার সিদ্ধান্ত নিয়েছেন মোহন ভাগবত। ১১ ফেব্রুয়ারি বাংলায় এসে ১২ তারিখ বর্ধমান যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রকাশ্য সমাবেশে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আর ১২ তারিখ রাতেই কলকাতা ফিরে এসে ১৩ তারিখ বিশিষ্টজনদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মোহন ভাগবতের। তারপর সংগঠনের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।
২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। সেখানে বিজেপির সংগঠন একেবারেই দুর্বল হয়ে রয়েছে। তাই এই বঙ্গ–সফর ছোট হওয়ায় অখুশি অনেকেই। বর্ধমান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে গিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। সেই বৈঠকে আরএসএস প্রধান কী বার্তা দেবেন সেটা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। আবার রাজ্যের নানা ইস্যু নিয়ে তাঁর অবস্থান জানা যাবে। আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে কোনও বার্তা দেন কিনা, সেটা দেখার। তাছাড়া বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে মোহন ভাগবত কোনও কড়া বার্তা দেন কিনা সেটা দেখার বিষয়।