দু'বছর পর ফের বঙ্গ সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে আজ - অর্থাৎ - বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) রাতেই রাজ্যে এসে পৌঁছবেন তিনি। থাকবেন অন্তত আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ, ওই দিনই পূর্ব বর্ধমানের তালিতে সংগঠনের কর্মী সম্মেলন রয়েছে। সেই অনুষ্ঠানে মূল বক্তা হিসাবে উপস্থিত থাকতে পারেন সংঘ প্রধান।
তথ্যাভিজ্ঞ মহলের মতে, মোহন ভাগবতের এবারের এই বঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার প্রধান কারণ হল, আগামী বছরের বিধানসভা নির্বাচন। বাংলাদেশের বর্তমান পুরিস্থিতির জেরে এপার বাংলাতেও হিন্দু তথা সনাতন ধর্ম নিয়ে আবেগ ও উচ্ছ্বাস বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন, হিন্দুত্বের এই ভাবাবেগে শান দিয়েই ভোট রাজনীতিতে বাজিমাৎ করতে চাইছে গেরুয়া শিবির। আর সেই কারণেই দু'বছর পর বাংলায় এই দীর্ঘ সফর ভাগবতের। প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের ২৩ জানুয়ারি কলকাতার শহিদ মিনার ময়দানে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আজ রাতেই যদি ভাগবত বাংলায় পৌঁছন, তাহলে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কেশব ভবনে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সূত্রের দাবি, এই সময়সীমার মধ্যে কেশব ভবনে আরএসএস-এর দক্ষিণবঙ্গ প্রান্তের একাধিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেগুলি অনুষ্ঠিত হবে সংঘ প্রধানের উপস্থিতিতেই। এছাড়াও, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সংঘের অখিল ভারতীয় সভা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানও করা হবে কেশব ভবনেই।
খুব সম্ভবত আগামী ১৪ ফেব্রুয়ারি বর্ধমান সফরে যাবেন মোহন ভাগবত। ওই দিন সেখানে সংগঠনের নতুন প্রান্ত কার্যালয়ের উদ্বোধন করতে পারেন ভাগবত। এরপর ১৬ তারিখ তালিতে আয়োজিত সভায় যোগ দিতে পারেন তিনি। সব মিলিয়ে মোহন ভাগবতের প্রায় ১০ দিনের বঙ্গ সফরে নজর থাকবে সংশ্লিষ্ট সব মহলেরই।
মনে করা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এপার বাংলাতেও যাতে হিন্দুত্বকে হাতিয়ার করে বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়ানো যায়, সেই ব্যবস্থা পাকা করতেই এবারের সফরে বাংলায় লম্বা সময় কাটাবেন মোহন ভাগবত।
যদিও আরএসএস-এর পক্ষ থেকে প্রান্ত-প্রচার প্রমুখ জিষ্ণু বসুকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে লেখা হয়েছে, সংঘ প্রধান হিসাবে মোহন ভাগবত প্রতিটি প্রান্তেই যান। তাঁর এই সফরনামা বছরের শুরুতেই স্থির হয়ে যায়।
জিষ্ণু জানান, এবার পশ্চিমবঙ্গ সফরে এসে দু'টি প্রান্তেই যেতে হচ্ছে সংঘ প্রধানকে। সেই কারণেই বেশ অনেকটা সময় এখানে থাকতে হবে তাঁকে।