বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন বন্ধ ও গ্রেফতার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিবৃতি জারি করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সঙ্ঘের তরফে এক বিবৃতিতে সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে লিখেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে অবিলম্বে সক্রিয় হোক সেদেশের সরকার।
বিবৃতিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখা হয়েছে, ‘বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চরমপন্থী ইসলামিদের দ্বারা হামলা, লুঠ, অগ্নিসংযোগ ও মহিলাদের ওপরে চলতে থাকা অমানবিক অত্যাচার অত্যন্ত উদ্বেগের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এর ভর্ৎসনা করে। বর্তমান বাংলাদেশ সরকার ও সেখানকার এজেন্সিগুলো এই অত্যাচার রোখার বদলে হাতে হাত রেখে বসে রয়েছে। নিরুপায় হবে বাংলাদেশের হিন্দুদের গণতান্ত্রিক পদ্ধতিতে তোলা কণ্ঠস্বরকে দমন করার জন্য তাঁদের ওপর অত্যাচারের নতুন ধারা উদ্ভাবিত হতে দেখা যাচ্ছে।’
বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে লেখা হয়েছে, ‘একটি শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ সরকারের দ্বারা জেলে পাঠানো অত্যন্ত গর্হিত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বাংলাদেশ সরকারের আহ্বান করছে যে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে ও চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে।’
ভারত সরকারের কাছে সঙ্ঘের আবেদন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ভারত সরকারের কাছে আবেদন জানায় যে বাংলাদেসে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হিংসা রুখতে তারা সব রকম চেষ্টা জারি রাখুক। তাছাড়া এব্যাপারে আন্তর্জাতিক জনমত গঠনের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করুন।’
আন্তর্জাতিক মহলের কাছেও আবেদন জানানো হয়েছে RSSএর তরফে। লেখা হয়েছে, ‘এই গুরুত্বপূর্ণ সময় ভারত তথা আন্তর্জাতিক গোষ্ঠীগুলি বাংলাদেশে নিপীড়িতদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন জানাক ও নিজেদের দেশের সরকারের কাছে এব্যাপারে সব রকম চেষ্টা চালিয়ে যেতে বলুক যাতে বিশ্বে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে।’