বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Rujira Banerjee: 'ইডির লুক-আউট সার্কুলার আছে', দুবাইয়ের পথে দমদম বিমানবন্দরে আটকানো হল অভিষেকের স্ত্রী রুজিরাকে

Rujira Banerjee: 'ইডির লুক-আউট সার্কুলার আছে', দুবাইয়ের পথে দমদম বিমানবন্দরে আটকানো হল অভিষেকের স্ত্রী রুজিরাকে

রুজিরা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

আজ দমদম বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকান ইমিগ্রেশন অফিসাররা। এদিকে এর আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে রুজিরার বিদেশযাত্রায় কোনও বাধা নেই। এই আবহে স্ত্রীকে বিমানবন্দরে আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন বলে জানা গিয়েছে।

কয়লা পাচারকাণ্ডে একাধিকবার ইডির জেরার মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এরই মাঝে ইডির বিরুদ্ধে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায় মামলাও করেন। এই আবহে আজ দমদম বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইমিগ্রেশনে আটকানো হল বলে জানা গিয়েছে। আজ দুবাইয়ের উড়ান ধরতে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন অভিষেকের স্ত্রী। সেখানে ইমিগ্রেশন কর্তারা তাঁকে আটকান। জানানো হয়, ইডি-র একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। তাই তাঁকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া যাবে না।

এদিকে এর আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে রুজিরার বিদেশযাত্রায় কোনও বাধা নেই। এই আবহে স্ত্রীকে বিমানবন্দরে আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা। গত সেপ্টেম্বর মাসে রক্ষা কবচ দিয়ে সুপ্রিমকোর্ট জানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তাঁর চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই বলেই জানিয়ে দেয় শীর্ষ আদালত। এই নির্দেশের পর অভিষেক আমেরিকা গিয়ে চোখের চিকিৎসাও করিয়ে আসেন।

এদিকে আজ সকালে ছেলেমেয়েদের নিয়ে দুবাই যাওয়ার জন্য বিমানে চাপতে গিয়েছিলেন রুজিরা। তবে আধিকারিকরা তাঁকে আটকে দেন বলে অভিযোগ ওঠে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কী কারণে কেন আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে? তা এখনও স্পষ্ট নয়। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন

বন্ধ করুন