বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Rujira Bannerjee Quizzed By CBI: ‘নয়া তথ্য মিলেছে’, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কী কী প্রশ্ন করছে সিবিআই?

Rujira Bannerjee Quizzed By CBI: ‘নয়া তথ্য মিলেছে’, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কী কী প্রশ্ন করছে সিবিআই?

রুজিরা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

Coal Scam Case: মোট ৮ সদস্যের একটি দল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে৷ তার মধ্যে ২ জন মহিলা আধিকারিকও রয়েছেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই কর্তা এই জেরা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘মামলার বিষয়ে আমরা কিছু নতুন তথ্য পেয়েছি এবং তার জন্য আবারও রুজিরার বক্তব্য রেকর্ড করার প্রয়োজন রয়েছে।’

ঘড়ির কাঁটা তখন বলছে সাড়ে ১১টা বাজে। তখনই হরিষ মুখোপাধ্যায় রোডে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। মোট ৮ সদস্যের একটি দল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে৷ তার মধ্যে ২ জন মহিলা আধিকারিকও রয়েছেন৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল? কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে টাকা এসেছিল? কারা লাভবান হয়েছেন? এমন একাধিক অজানা তথ্য জানতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ১৪ মাসে আগে রুজিরাকে জিজ্ঞাসাবাদের সময় যে বয়ান দেওয়া হয়েছিল, সেই বয়ানের সঙ্গে তথ্য মিলছে না। এর জন্যই ফের জিজ্ঞাসাবাদ করতে পৌঁছায় সিবিআই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই কর্তা এই জেরা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘মামলার বিষয়ে আমরা কিছু নতুন তথ্য পেয়েছি এবং তার জন্য আবারও রুজিরার বক্তব্য রেকর্ড করার প্রয়োজন রয়েছে।’ উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল সিবিআই৷ সেখানে গোয়েন্দারা জানতে চান, তাঁরা কবে সিবিআই এর সঙ্গে কথা বলতে পারবেন? সেই চিঠির জবাব পেয়েই আজ সিবিআই আধিকারিকরা কয়লাপাচার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের ভবানীপুরের বাড়িতে যান বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, অভিষেক এবং রুজিরাকে সিবিআই দিল্লিতে তলব করেছিল কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে৷ তবে সন্তানের কথা বলে রুজিরা জানান তিনি দিল্লি যেতে পারবেন না। সেই মতো ইডি আদিকারিকরা রুজিরাকে বাড়িতে গিয়েই জিজ্ঞাসাবাদ করছে। এর আগে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে কয়লাপাচার কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল৷

বন্ধ করুন