থাকেন টালির ঘরে। পরেন হাওয়াই চটি। অতি সাধারণ জীবনযাত্রা। এখনও মেশেন একেবারে সাধারণ মানুষের সঙ্গে। ভাবেন সাধারণ মানুষের কথা। দলের নাম তৃণমূল। মন্ত্রের নাম মা মাটি মানুষ। আর সেই দলের নেত্রী তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অতি সাধারণ জীবনযাত্রা ছবি দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। তবে এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে সেফটিপিন। জ্যাকেটের চেন ছিঁড়ে গিয়েছে। তাই সেফটিপিন লাগিয়ে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে সেই ছবি। সেই ছবিতে দাবি করা হয়েছে জ্যাকেটের চেন কেটে গেছে বলে সেফটি পিন লাগিয়ে নিয়েছেন।
এই ছবি দেখে হতবাক অনেকেই। এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করার পরে নানা জনে নানা মন্তব্য করেছেন। তবে এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এর আগে ভিন রাজ্য থেকে আসা অনেক নেতাই কালীঘাটে মুখ্য়মন্ত্রীর আবাসস্থল দেখে চমকে গিয়েছিলেন। বাংলার মুখ্য়মন্ত্রী থাকেন টালির ঘরে এটা দেখে স্বভাবতই অবাক হয়েছিলেন অনেকেই।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বরাবরই অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন মমতা। বাহুল্যতা বিশেষ নেই। সাধারণ গাড়িতেই চড়েন।একেবারে তৃণমূল স্তরে থাকা মানুষের সঙ্গে সহজেই মিশে যান। দূরত্ব থাকে না সেভাবে। লড়াই থেকে উঠে আসা জননেত্রীর সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব যাতে কম থাকে সেকারণে নানা চেষ্টা করা হয়। এমনকী একাধিক জনসভায় তিনি একেবারে সাধারণ মানুষের কাছে চলে যান।
তবে এনিয়ে বিরোধীরা অবশ্য় কটাক্ষ করতে ছাড়েন না। বিরোধীদের একাংশের মতে, গোটা রাজ্য দুর্নীতিতে ডুবে রয়েছে। বেকারদের পরিস্থিতি ভয়াবহ। চারদিকে নানা চুরির নজির। সেসব থেকে মুখ ঘোরাতেই নানা কৌশল নেয় তৃণমূল।
এদিকে গত বছরই একটি সমীক্ষা রিপোর্টে বাংলার মুখ্য়মন্ত্রীকে দেশের মধ্য়ে দরিদ্রতম মুখ্য়মন্ত্রী হিসাবে অভিহিত করা হয়েছিল। দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে 'দরিদ্র' তিনি। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তথ্য প্রকাশ করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম। সেই রিপোর্টেই দাবি করা হয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ কোটি টাকার গণ্ডিও পার করেনি।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মের রিপোর্ট অনুসারে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি। আর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অরুণাচলপ্রদেশের পেমা খান্ডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকা।