সাগরদিঘির উপনির্বাচনের ভোটগ্রহণের আগে একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, তৃণমূল কর্মীদের RAF-এর পোশাক বিলি করছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে। এমনকী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারি আজিজ আফতাবকে ‘তৃণমূলের লোক’ বলে উল্লেখ করেন তিনি।
উপ নির্বাচনের ভোটগ্রহণের আগে সাগরদিঘির ওসি বদল করেছে কমিশন। অভিজিৎ সরকারের জায়গায় সাগরদিঘির ওসি করা হয়েছেন নিমাই ঘোষ। এদিন সেই ওসিকে নিয়েও আপত্তি জানান শুভেন্দু। বলেন, ‘ওসি যাকে পাঠানো হয়েছে সেটাও তো তৃণমূল কংগ্রেস করেছে। এখানকার সিইও আজিজ আফতাব তিনি মমতা ব্যানার্জির লোক। তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলেই এই লোকটাকে পাঠিয়েছেন। আমরা কড়া নজর রাখছি’। এর পরই শুভেন্দুবাবুর চাঞ্চল্যকর অভিযোগ, ‘মুর্শিদাবাদের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে তৃণমূল কর্মীদের RAF-এর পোশাক বিলি করছেন। যে ৩০ কোম্পানি বাহিনী কেন্দ্র পাঠিয়েছে তা ঠিক মতো ব্যবহার হচ্ছে না’।
এদিন তিনি বলেন, ‘২৪৬টা বুথেই বিরোধী দলের এজেন্টরা থাকবে। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই করব। সাগরদিঘির ভোটকে পঞ্চায়েত নির্বাচনের আগে প্রহসনের ভোট করতে দেব না। তার জন্য যা যা করার সবটাই করা হবে’।
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একাধিক নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর মতো কমব্যাট উর্দি পরতে দেখা গিয়েছে। বিরোধীদের প্রশ্ন, সিভিক ভলান্টিয়ারের কাজ নাগরিকরা সমস্যায় পড়লে পুলিশকে তা অবহিত করা। এর সঙ্গে কমব্যাট ইউনিফর্মের সম্পর্ক কী? বিরোধীদের দাবি, সিভিক ভলান্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর উর্দি পরিয়ে তাদের দিয়ে ভোটারদের ভয় দেখাতে চায় তৃণমূল।