বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Saltlake Guesthouse death: গ্রেফতার মৃতের বান্ধবী, যুগলের মাঝে ফেসবুক বন্ধু?

Saltlake Guesthouse death: গ্রেফতার মৃতের বান্ধবী, যুগলের মাঝে ফেসবুক বন্ধু?

এবার মৃতের বান্ধবীকেও গ্রেফতার করল পুলিশ। ফাইল ছবি

সূত্রের খবর দেড়মাস ধরে ওই গেস্ট হাউজে তারা থাকতেন। ঘরদোর অত্যন্ত অপরিষ্কার। তার মাঝেই দিনের পর দিন থাকতেন তারা। গেস্ট হাউজের কর্মীরা বার বার ঘর পরিষ্কার করার কথা বললেও তাতে তারা রাজি ছিলেন না।

সল্টলেকের গেস্ট হাউজ থেকে উদ্ধার হয়েছিল এক তরুণের ঝুলন্ত দেহ। নাম রনি দত্ত।বাড়ি পুরুলিয়া। পুলিশ দরজা খুলতেই দেখে মত্ত, জখম ও প্রায় বিবস্ত্র এক তরুণীও রয়েছেন সংজ্ঞাহীন অবস্থায়। আসলে ওই তরুণীর সঙ্গেই সল্টলেকের গেস্ট হাউজে লিভ ইন করতেন রনি। এবার সেই প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ। তার বয়ানও রেকর্ড করেছে পুলিশ।

এদিকে গোটা ঘটনার পরতে পরতে তৈরি হয়েছে রহস্য। অভিযোগ উঠছে লিভ ইন চলাকালীনই ওই তরুণীর সঙ্গে ফেসবুকে অপর এক তরুণের আলাপ হয়। তার সঙ্গেও নাকি যোগাযোগ রাখতেন ওই তরুণী। তবে কি তা নিয়েই যাবতীয় ঝামেলা?

পুলিশ ইতিমধ্যেই ওই তরুণকেও আটক করেছে। এবার রনির বান্ধবীকেও পুলিশ গ্রেফতার করল। রনির পরিবারের তরফে দাবি করা হয়েছে, ওই তরুণীর দাদা, তরুণী ও তার অপর প্রেমিক রনির মৃত্যু পেছনে দায়ী। তারাই নানাভাবে প্ররোচনা দিয়েছিল।

এদিকে সূত্রের খবর দেড়মাস ধরে ওই গেস্ট হাউজে তারা থাকতেন। ঘরদোর অত্যন্ত অপরিষ্কার। তার মাঝেই দিনের পর দিন থাকতেন তারা। গেস্ট হাউজের কর্মীরা বার বার ঘর পরিষ্কার করার কথা বললেও তাতে তারা রাজি ছিলেন না। সেদিন মাঝরাতে ওই ঘর থেকে তীব্র চিৎকার শুনতে পেয়ে পুলিশের কাছে খবর দিয়েছিলেন কর্মীরা। তারপরই উদ্ধার হয় রনির দেহ।

 

বন্ধ করুন