আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষকে কিছুটা স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিম্ন আদলতে এই মামলার শুনানি নিয়ে বাড়তি তাড়াহুড়ো করতে চায় না আদালত। এব্যাপারে অভিযুক্তের অধিকারের বিষয়টিকে স্বীকৃতি দেন বিচারপতি। ওদিকে হাইকোর্টের এই নির্দেশের ফলে দুর্নীতি মামলাতেও সন্দীপ ঘোষের জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিন আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, সিবিআই অভিযুক্তের বিরুদ্ধে ২০ হাজার পাতার চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিট পড়ার সময়ও পাওয়া যায়নি। তার আগেই চার্জ গঠন করতে চাইছে তারা। এতে একজন অভিযুক্তের অধিকার লঙ্ঘিত হয়েছে। সন্দীপ ঘোষের আইনজীবীর এই সওয়াল শুনে বিচারপতি বাগচী বলেন, সন্দীপ ঘোষকে ডিসচার্জ পিটিশন দিতে ৭ দিন সময় দেওয়া হল। ডিসচার্জ পিটিশন জমা দেওয়ার আরও ৭ দিন পরে শুরু হবে আরজি কর দুর্নীতি মামলার বিচার।
বলে রাখি, বৃহস্পতিবারই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আরজি কর দুর্নীতি মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল। এদিন হাইকোর্টের নির্দেশের ফলে ১৫ দিনের মধ্যে তা আর সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে ফের রয়েছে এই মামলার শুনানি।
আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনেছে সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন, সন্দীপ ঘোষ টেন্ডার থেকে মোটা টাকা কাটমানি খেতেন। হাসপাতালের জন্য বরাদ্দ অন্য খাতে খরচের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।