কারাবাসের বর্ষপূর্তিতে সন্দেশখালির তৃণমূলি মাফিয়া শেখ শাহাজাহানের জন্য এল খারাপ খবর। সন্দেশখালির সরবেজডিয়া থেকে উদ্ধার শেখ শাহাজাহানের ৩টি গাড়ি নিলাম করতে চেয়ে আদালতের অনুমতি চাইল ইডি। তিনটি গাড়ি নিলাম করে পাওয়া টাকা তারা কেন্দ্রীয় কোষাগারে দিতে চায় বলে আবেদনে জানিয়েছেন ইডি আধিকারিক।
২০২৪ সালের মার্চে সন্দেশখালিকাণ্ডর তদন্ত যখন পুরোদমে চলছে তখন সরবেড়িয়ায় শেখ শাহাজাহান মার্কেটের ঠিক উলটো দিকে একটি গুদাম থেকে তার ৩টি গাড়ি উদ্ধার করেন ইডি আধিকারিকরা। যদিও সেই গুদাম দেখে বোঝার উপায় ছিল না তার ভিতরে রয়েছে বড় বড় তিনটি গাড়ি। গুদামের দরজার সামনে ছিল একটি মনোহারি দোকান। সেই দোকান সরিয়ে গাড়ি তিনটি উদ্ধার করেছিলেন ইডির আধিকারিকরা।
উদ্ধার হওয়া তিনটি গাড়ির মধ্যে ছিল WB26BY4920 নম্বরের একটি কালো মহেন্দ্র স্করপিও। এই গাড়িটি সরবেড়িয়া - আগারহাটি পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মোসলেম শেখের নামে কেনা। গাড়িটির দাম ছিল প্রায় ২২ লক্ষ টাকা। বাজেয়াপ্ত হয় WB26BO9196 নম্বরের একটি মহেন্দ্র থর গাড়ি। যেটি শাহাজাহানের ভাই শেখ আলমগিরের নামে কেনা। যার দামও প্রায় ২২ লক্ষ টাকা। এছাড়া PB80 0483 নম্বরের একটি হুড খোলা জিপ গাড়ি বাজেয়াপ্ত করেছিলেন ইডির আধিকারিকরা। সেটি পঞ্জাবের একটি সংস্থার নামে নথিভুক্ত। তারও দাম প্রায় ১০ লক্ষ টাকা। সেটিকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করতেন শাহাজাহান।
প্রায় ১ বছর ধরে গাড়িগুলি বিধাননগরের সিজিও কমপ্লেক্সে পড়ে ছিল। সম্প্রতি ইডি আধিকারিকরা গাড়িগুলি বিক্রি করার সিদ্ধান্ত নেই। সেই অনুমতি চেয়ে বিশেষ PMLA আদালতে অনুমতি চেয়েছেন তাঁরা। গাড়িগুলি বিক্রি করে ৩০ - ৩৫ লক্ষ টাকা উঠতে পারে বলে অনুমান তদন্তকারীদের। সেই টাকা কেন্দ্রের উন্নয়ন তহবিলে জমা দিতে চায় ইডি। শুধু তাই নয়, ইডি সূত্রে খবর, ধীরে ধীরে শাহাজাহান ও তাঁর অনুগামীদের সম্পত্তি নিলাম করা শুরু করবে তারা।