আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবারই আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা করা হবে। আর এদিনও শিয়ালদা আদালতের বাইরে দেখা গেল তুমুল স্লোগান। জুনিয়র ডাক্তারদের একাংশ, নাগরিক সমাজ, একাধিক প্রতিবাদী মঞ্চের প্রতিনিধিরা তুমুল বিক্ষোভ দেখান। ফের উঠল স্লোগান হোক হোক হোক প্রতিবাদ। উই ডিমান্ড জাস্টিস। তাঁদের একটাই প্রশ্ন, আর কারা জড়িত?
এদিকে আদালতের ভেতরে ২১০ নম্বর ঘরে সঞ্জয় রায়। ধর্ষণ-খুন করিনি। এদিনও দাবি করেন সঞ্জয় রায়। ফাঁসানো হচ্ছে বলে দাবি করছেন সঞ্জয়। আর আদালত চত্বরের বাইরে তখন বিক্ষোভ, তুমুল বিক্ষোভ। কার্যত প্রতিবাদী জনতা ফের নেমে এলেন আদালতের বাইরে।
তাঁদের একটাই দাবি, সঞ্জয় রায় একলা নন। এর পেছনে আর যারা জড়িত তাদের নাম প্রকাশ্য়ে আনা হোক। তাঁদের দাবি, সঞ্জয় রায় দোষী হতে পারে। কিন্তু আর যারা জড়িত তাদের নাম বলা হোক। তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।
আরজি কর হাসপাতালের সেমিনার হলে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তারপর থেকেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ আন্দোলন। বিচারপ্রক্রিয়া চলেছে ধাপে ধাপে। এরপর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। সোমবারই সাজা ঘোষণা করা হবে। তারপরেই আদালত চত্বরের বাইরে সাধারণ মানুষের স্লোগান, উই ডিমান্ড জাস্টিস। অন্যায়কারীর চামড়া…হোক হোক হোক প্রতিবাদ। ধর্ষকদের ঠাঁই নাই। উঠল স্লোগান।
অভয়া মঞ্জ, জুনিয়র ডাক্তারদের মঞ্চের তরফে এদিন তুমুল বিক্ষোভ দেখানো হয়। চিকিৎসকদের একাংশের মতে, মহামান্য আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। আর কারা জড়িত সেটা বলতে হবে। সিএফএসএলের রিপোর্টে তার ইঙ্গিত মিলেছে। আর যারা জড়িত তাদের বিচারপ্রক্রিয়ায় আনতে হবে। আমাদের আন্দোলন চলবে।
জুনিয়র ডাক্তারদের একাংশের মতে, সঞ্জয় দোষী থাকতেই পারে। তবে দোষ যে করে, আর যারা দোষীকে আড়াল করে তারা উভয়েই তো দোষী।
জুনিয়র ডাক্তারদের সঙ্গেই প্রচুর সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন শিয়ালদা আদালত চত্বরের বাইরে। এমনকী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিও তোলা হয়।
গত পাঁচ মাস ধরে বার বারই রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। গোটা দেশ জুড়ে হয়েছে প্রতিবাদ। বিদেশের মাটিতেও উঠেছে প্রতিবাদের ঝড়। সোমবার বহু মানুষের নজর শিয়ালদা আদালতরে দিকে। সেখানে সঞ্জয় রায়কে যাবজ্জীবন নাকি ফাঁসির সাজা শোনানো হয় সেটাই এখন দেখার।
এক প্রতিবাদকারী বলেন, সব কিছুর উপরে মানুষ। আমরা রাস্তায় রয়েছি। তদন্ত শেষ হয়নি। সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলেই যে সব শেষ হয়ে গেল এমনটা নয়। আমরা আশাবাদী।