বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হোটেলের কফি শপে হত চাকরি বিক্রির ছক, কারা থাকতেন সেখানে জানতে CCTV ফুটেজ চাইল ED

হোটেলের কফি শপে হত চাকরি বিক্রির ছক, কারা থাকতেন সেখানে জানতে CCTV ফুটেজ চাইল ED

প্রতীকী ছবি

ইডি সূত্রে খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে জানা গিয়েছে, কলকাতার একাধিক আবাসন ও হোটেলের কফি শপে হত চাকরি বিক্রির ডিল। কোন চাকরিপ্রার্থীর জন্য কোন দালালকে নিয়োগ করা হবে তা ঠিক হত সেই বৈঠকে।

নিয়োগ দুর্নীতির তদন্তে এবার কলকাতার তিনটি হোটেলের কফি শপের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল ইডি। ওই হোটেলগুলিতে চাকরি বিক্রির ডিল হত বলে জানতে পেরেছেন ইডির তদন্তকারীরা। সেই বৈঠকে অংশগ্রহণ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষরা। আর কারা বৈঠকে থাকতেন জানেত এবার হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চান গোয়েন্দারা।

ইডি সূত্রে খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে জানা গিয়েছে, কলকাতার একাধিক আবাসন ও হোটেলের কফি শপে হত চাকরি বিক্রির ডিল। কোন চাকরিপ্রার্থীর জন্য কোন দালালকে নিয়োগ করা হবে তা ঠিক হত সেই বৈঠকে। বৈঠকে পৌরহিত্য করতেন শান্তনু। আর তাঁর সঙ্গে থাকতেন কুন্তল। কিন্তু বৈঠকে আর কারা থাকতেন তা জানতে চায় ইডি। তাই শান্তনুর উল্লেখ করা ৩টি হোটেলের কফিশপের ফুটেজ খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। ফুটেজ চেয়ে ইতিমধ্যে হোটেলগুলিকে চিঠিও পাঠানো হয়েছে। কিন্তু বেশ কয়েক বছরের পুরনো ফুটেজ কি উদ্ধার করা সম্ভব হবে? উঠছে প্রশ্ন।

ইডির গোয়েন্দাদের দাবি, সিসিটিভি ফুটেজ হাতে পাওয়া গেলে জানা যাবে, কী ভাবে দুর্নীতিচক্র চালাতেন শান্তনু - কুন্তলরা। কাদের সঙ্গে বৈঠক করতেন তাঁরা। দালালদের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়ন্ত্রণ করা হত, না কি সরাসরি চাকরিপ্রার্থীদের সঙ্গে তাঁরা বৈঠক করতেন?

 

বন্ধ করুন