বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Santu Ganguly: তৃণমূল কাউন্সিলর সন্তু গঙ্গোপাধ্যায়ের ৩টি ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠাতে চায় CBI

Santu Ganguly: তৃণমূল কাউন্সিলর সন্তু গঙ্গোপাধ্যায়ের ৩টি ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠাতে চায় CBI

প্রতীকী ছবি

গত সপ্তাহে সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তখন তাঁর ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই মোবাইল ফোনগুলি পরীক্ষা করে সিবিআইয়ের তদন্তকারীরা তেমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পারেননি। তাতেই তাঁদের আশঙ্কা, এই ফোন থেকে গুরুত্বপূর্ণ চ্যাট ও অন্যান্য তথ্য মুছে ফেলা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে তদন্তকারীদের নজরে থাকা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর সন্তু গঙ্গোপাধ্যায়ের ৩টি মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠাতে আদালতের কাছে অনুমতি চাইল সিবিআই। ওই ফোনগুলি থেকে গুরুত্বপূর্ণ চ্যাট মুছে ফেলা হয়েছে বলে আশঙ্কা তদন্তকারীদের। নিয়োগ দুর্নীতির টাকা কুন্তলের কাছ থেকে সন্তুর হাত ঘুরে পার্থর কাছে পৌঁছেছে বলে মনে করছে সিবিআই ও ইডি।

গত সপ্তাহে সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তখন তাঁর ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই মোবাইল ফোনগুলি পরীক্ষা করে সিবিআইয়ের তদন্তকারীরা তেমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পারেননি। তাতেই তাঁদের আশঙ্কা, এই ফোন থেকে গুরুত্বপূর্ণ চ্যাট ও অন্যান্য তথ্য মুছে ফেলা হয়েছে। সেই তথ্য পুনরুদ্ধারের জন্য সন্তুর ৩টি ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠাতে চায় সিবিআই। সেই মর্মে আবেদন জানিয়ে আলিপুর সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছেন গোয়েন্দারা।

এর আগে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র ও নিয়োগ দুর্নীতিতে সন্দেহভাজন পার্থ সরকারের ফোনও CFSL-এ পাঠিয়েছেন তদন্তকারীরা। ওদিকে তল্লাশির সময় নিজের ২টি ফোন পুকুরে ছুড়ে ফেলেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেই ফোনগুলি থেকে সমস্ত তথ্য উদ্ধার করেছেন CFSL-এর বিশেষজ্ঞরা।

তদন্তকারীদের দাবি, দফায় দফায় সন্তু গঙ্গোপাধ্যায়কে মোটা টাকা দিয়েছেন কুন্তল। আদালতে কুন্তল শান্তনুর বিরুদ্ধে ইডি যে চার্জশিট পেশ করেছে তাতেও রয়েছে সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম। সেখানে মিস্টার গাঙ্গুলি বলে উল্লেখ করা হয়েছে তাঁকে। গোয়েন্দাদের অনুমান, সন্তু গঙ্গোপাধ্যায় সরাসরি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও করছে সিবিআই।

 

বন্ধ করুন