বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আমার কাছ থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী, আদালতকে জানালেন সুদীপ্ত সেন

আমার কাছ থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী, আদালতকে জানালেন সুদীপ্ত সেন

সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। ফাইল ছবি

এদিন আদালত থেকে বেরনোর সময় সুদীপ্ত সেন বলেন, ‘আমি শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছি।’ সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘কত টাকা দিয়েছেন?’ জবাবে সুদীপ্ত সেন বলেন, ‘অত মনে নেই।’

ফের একবার আদালতে শুভেন্দু অধিকারীর নাম নিলেন সারদাকর্তা সুদীপ্ত সেন। শুক্রবার বিধাননগরের এমপি এমএলএ আদালতে সারদার একটি মামলায় হাজিরা দিতে এসে তিনি দাবি করেন, শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন তিনি। এই মর্মে আদালতকে চিঠিও দিয়েছেন সুদীপ্ত সেন।

এদিন আদালত থেকে বেরনোর সময় সুদীপ্ত সেন বলেন, ‘আমি শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছি।’ সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘কত টাকা দিয়েছেন?’ জবাবে সুদীপ্ত সেন বলেন, ‘অত মনে নেই।’ এর পর তিনি বলেন, ‘পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্ল্যান পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা দিয়েছি।’

বলে রাখি, আগেই আদালতকে চিঠি দিয়ে বিমান বসু, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন বলে দাবি করেছিলেন সুদীপ্ত সেন। কিন্তু সেব্যাপারে কোনও তৎপরতা দেখায়নি সিবিআই। তৃণমূলের অভিযোগ, সারদাকাণ্ডে শুধুমাত্র নিশানা করা হচ্ছে তাদের নেতাদের। বিরোধী নেতাদের নামে অভিযোগ উঠলেও তদন্ত করছে না সিবিআই। পালটা বিরোধীদের দাবি, সুদীপ্ত সেনের সঙ্গে প্রথম থেকেই তৃণমূলের বোঝাপড়া রয়েছে। সেই বোঝাপড়া থেকেই বিরোধীদের ফাঁসানোর চেষ্টা করছেন তিনি।

 

বন্ধ করুন