'মহাভারতের পরে এবার কাজী নজরুল ইসলামের লেখা সারে জাহাঁ সে আচ্ছা। হে ভগবান।' একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি অংশের ভিডিয়ো পোস্ট করে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তিনি যে ভিডিয়ো পোস্ট করেছেন, তাতে মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।’ সম্ভবত ‘স্লিপ অফ টাং’ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি যে কথা বলেছেন, তাতে তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও বিষয়টি নিয়ে মমতাকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেত্রী। মমতার ভাষণের ওই অংশটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কয়েকজন নেটিজেনও। কয়েকজন আবার কেয়ার পোস্টেই কমেন্ট করেছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক নেটিজেন বলেন, 'মহম্মদ ইকবাল। ১৮৭৭ সালে অবিভক্ত ভারতে শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন। বিখ্যাত গান সারে জাহাঁ সে আচ্ছা লিখেছিলেন।' অপর এক নেটিজেন (যিনি নিজেকে বাম সমর্থক হিসেবে দাবি করেন) বলেন, ‘একুশে জুলাই স্পেশাল বিষয়- সারে জাহাঁ সে আচ্ছা লিখেছিলেন নজরুল ইসলাম।’
আরও পড়ুন: Potato Prices in WB: বাংলায় আলুর দাম আরও বাড়বে? বনধের জেরে বাজারে আকালের আশঙ্কা, হাত দিলেই ছ্যাঁকা?
‘সাম্প্রদায়িক’ বিজেপিকে তোপ মমতার
সেইসবের মধ্যেই রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে সাম্প্রদায়িক বলে আক্রমণ শানান মমতা। তৃণমূল কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে আর্জি জানিয়ে তিনি বলেন, 'সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হয়ে যান। সমস্ত মানুষ এক হয়ে যান। ভয় পাবেন না। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। অনেক তো করলেন। আবার কী।'
তিনি আরও বলেন, 'আমি আবার বলি, তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা হাত মেলাব না। এটা আমাদের কাজ নয়। আমরা সবাই আমাদের সকলের জন্য। তাই আমি আবার বলি, নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা।’
আরও পড়ুন: ‘মদের পিছনেই ৪০ কোটি টাকা খরচ করেছে বিজেপি’, নির্বাচনের ‘হিসাব’ দিলেন অভিষেক
বৃষ্টির মধ্যে সভা করার ক্ষমতা একমাত্র তৃণমূলের আছে, দাবি মমতার
মমতা দাবি করেছেন যে তৃণমূল কোনও দলকে ভয় পায় না। ভারতের কোনও দলেরই ক্ষমতা নেই যে এরকম বৃষ্টির মধ্যে সভা করার। একমাত্র তৃণমূলই সেই কাজটা করতে পারে বলে জানান মমতা। তিনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের শাসক দল কাউকে ভয় পায় না। বিজেপির বিরুদ্ধে ভয়ডরহীনভাবে তৃণমূল লড়াই করে বলে দাবি করেন মমতা। তাঁর কথায়, ‘সাম্প্রদায়িকতার কাছে, দুর্নীতির কাছে মাথানত করব - এটা আজকের দিনে শপথ নিন। এটা আমাদের অঙ্গীকার।’