বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত। শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে সিআইডি। দুপুরে তাকে আদালতে পেশ করা হলে কোনও আইনজীবী অভিযুক্তের হয়ে সওয়াল করতে অস্বীকার করেন। এর ফলে সিআইডির দাবি মেনে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এদিন আদালতে সত্যেন্দ্রর হয়ে সওয়াল করেননি কোনও আইনজীবী। বাগুইআটির জগৎপুরের ২ কিশোর অতনু দে ও অভিষেক নস্কর খুনে অন্য ৪ অভিযুক্তের ক্ষেত্রেও একই অবস্থান গ্রহণ করেছিলেন আইনজীবীরা। সাধারণত ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে সমবেতভাবে মামলা লড়তে অস্বীকার করেন আইনজীবীরা। এসব ক্ষেত্রে অভিযুক্তকে আইনি সহযোগিতা করতে বিশেষ নির্দেশ দেয় আদালত।
এদিন আদালতে সত্যেন্দ্রর ১৪ দিনের জেল হেফাজত দাবি করেন CID-র আইনজীবী। সত্যেন্দ্রর হয়ে কেউ সওয়াল না করায় তাঁকে ১৪ দিনের সিআইডি হেফাজতে পাঠান বিচারক।
তবে বারাসত আদালতে অভিযুক্তের হয়ে আইনজীবীদের মামলা লড়তে অস্বীকার করার ঘটনা নতুন নয়। এর আগে মনুয়া কাণ্ডের সময়েও সমবেতভাবে অভিযুক্তের হয়ে মামলা লড়তে অস্বীকার করেছিলেন আইনজীবীরা। ফের একবার ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে সেই নজির তৈরি করলেন তাঁরা।