বাগুইআটি জোড়া খুনে গ্রেফতার সত্যেন্দ্র চৌধুরীকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, খুনের পরদিন থেকে হাওড়া স্টেশনের রিটায়ারিং রুমে রাত কাটাত সে। ১০ টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে রাত কাটাত হাওড়া স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়ে।
শনিবার হাওড়া স্টেশন থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করেন সিআইডির গোয়েন্দারা। তার পর প্রকাশ্যে আসে এক সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যায় হাওড়া স্টেশনের উলটো দিকে টিকিট বুকিং এলাকায় কুল ডুড সেজে ঘুরে বেড়াচ্ছে সত্যেন্দ্র। পরে একটি ক্যাজুয়াল শার্ট, হাফ প্যান্ট। পিঠে ব্যাকপ্যাক। আর মুখে কালো মাস্ক। বুকিং কাউন্টারের এক কর্মী জানান, ‘যুবক আমার কাছে এসে মুম্বই যাওয়ার টিকিকের ব্যাপারে জানতে চান। রাতের ট্রেনে মুম্বই যেতে চান বলে জানিয়েছিলেন তিনি। আমি কম্পিউটারে এই নিয়ে খোঁজাখুঁজি শুরু করতেই কারেন্ট চলে যায়। তখন যুবক আমাকে বলে, বাড়িতে ফোন করতে হবে। ফোনটা একটু দেবেন? আমি ফোন দিইনি। তার পর দেখি সে বাইরে বারান্দায় বেরিয়ে নিজের ফোন থেকেই কথা বলছে।’
বাগুইআটি জোড়া খুনে ধৃত সত্যেন্দ্র চৌধুরীর ১৪ দিনের CID হেফাজত
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই যুবক কথা বলা শুরু করতেই এক ব্যক্তি এসে তাকে চেপে ধরেন। তার পর বলেন, অনেক ঘুরিয়েছিস। এবার গাড়িতে ওঠ। এই বলে বুকিং ঘরের ভিতরে নিয়ে আসেন যুবককে। এর পর সেই ঘরে উপস্থিত জনতার উদ্দেশে ওই ব্যক্তি বলেন, আমরা সিআইডি থেকে আসছি। আপনারা ভয় পাবেন না। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে দাঁড়ায় সামনে। যুবককে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে যান কয়েকজন।’