বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sayani-Kuntal: যুব নেতা কুন্তলের বহিষ্কার চেয়ে কি চিঠি দিয়েছেন সায়নী?

Sayani-Kuntal: যুব নেতা কুন্তলের বহিষ্কার চেয়ে কি চিঠি দিয়েছেন সায়নী?

যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে কুন্তল ঘোষ। ফাইল ছবি

দলের নানা অনুষ্ঠানে সায়নীর সঙ্গে কুন্তলের ছবি একেবারে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে ঝড়ের মতো। অনেকেই তারপর থেকে একে একে দুই করার চেষ্টা করেন। তবে সেসব মানতে চাননি সায়নী নিজেই।

তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার পরেই নানা প্রশ্ন উঠতে থাকে। তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে কুন্তলের ছবিকে ঘিরেও প্রশ্ন কিছু কম ওঠেনি। তবে তখনই কুন্তলের সঙ্গে অনিয়ম সংক্রান্ত কোনও যোগাযোগের অভিযোগ মানতে চাননি সায়নী। তবে এবার বিভিন্ন সূত্রে খবর, এবার কুন্তল ঘোষকে বহিষ্কার করতে চেয়ে তৃণমূল নেতৃত্বকে সম্ভবত চিঠি দিয়েছেন সায়নী। এনিয়ে নানা খবর রটতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে এনিয়ে অবশ্য় সায়নীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সায়নী অবশ্য় নিজে কুন্তলের সঙ্গে যাবতীয় যোগাযোগের কথা অস্বীকার করেছিলেন আগেই। এমনকী এনিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিশেষ মন্তব্য করার পরে তিনি আইনি নোটিশ পাঠানোর কথাও জানিয়েছিলেন।

এদিকে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছিলেন, কে সেই অভিনেত্রী। আমি তাঁর নাম জানতে চাই। তাঁর সিনেমাও দেখতে চাই। পাশাপাশি একটি ফ্ল্যাট ভেঙে তিনটি ফ্ল্যাট করা হয়েছিল বলেও নানা খবর রটে। আর এসব ক্ষেত্রে সায়নী-কুন্তলের মধ্যে যোগাযোগের অভিযোগকে ঘিরে নানা চর্চা হয় বঙ্গজীবনে। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছে সায়নী নাকি কুন্তলকে বহিষ্কারের জন্য় চিঠি পাঠিয়েছেন। তবে সায়নীর পক্ষ থেকে এনিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। অনেকেই এই চিঠির কথাও মানতে চাইছেন না।

গত ২১ জানুয়ারি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। হুগলির যুব তৃণমূল কংগ্রেস নেতা তথা তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক। এরকম গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কীভাবে এই টাকা তুলেছিলেন বলে অভিযোগ তা নিয়েও প্রশ্ন ওঠে। এদিকে দলের নানা অনুষ্ঠানে সায়নীর সঙ্গে কুন্তলের ছবি একেবারে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে ঝড়ের মতো। অনেকেই তারপর থেকে একে একে দুই করার চেষ্টা করেন। তবে সেসব মানতে চাননি সায়নী নিজেই।

এদিকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এককাঠি এগিয়ে দাবি করেছিলেন, সায়নী–কুন্তলের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এই দাবি করার সঙ্গে সঙ্গেই পালটা সৌমিত্রকে আইনি নোটিশ পাঠালেন সায়নী ঘোষ।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, কুন্তলকে জড়িয়ে যে সমস্ত বক্তব্য বাজারে রটছে তাতে রাজনৈতিক কেরিয়ারে সমস্যা হতে পারে সায়নীর। তাছাড়া তিনি নিজে অভিনেত্রী। সেখানেও প্রভাব পড়তে পারে। সেকারণেই কি তিনি এবার আরও কড়া পদে হাঁটছেন? তবে কুন্তল অধ্যায় শুধু সায়নীর কাছে নয়, গোটা তৃণমূলের কাছে এখন অস্বস্তির কারণ। কিন্তু তারপরেও কীভাবে তিনি ওই পদে থাকেন সেটাই আশ্চর্যের অনেকের কাছে।

 

বন্ধ করুন