শিলিগুড়ির পর এবার কলকাতা। পুলকারে আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়াল। আজ বুধবার সকালে বালিগঞ্জের শিক্ষা সদন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা স্কুলবাস থেকে আচমকা ধোঁয়া বের হতে শুরু করে। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনার সময় পুলকারে কোনও পড়ুয়া ছিল না। ফলে বড়সড় কোনও বিপদ ঘটেনি। এদিন ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। (আরও পড়ুন: ভারত-বাংলাদেশে অনুদান নিয়ে ট্রাম্পের দাবির পর 'গোপন নথি' নষ্টের নির্দেশ USAID-এর)
আরও পড়ুন: শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলে গেল পুলকার, ‘১৪টি বাচ্চাকে বের করলাম’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের স্কুলে নিয়ে আসার পর বাসটি পার্ক করানো ছিল। সেই সময় আচমকা বাস থেকে ধোঁয়া বের হতে শুরু করে। পরে আগুন জ্বলতে দেখে যায়। স্থানীয়রা দ্রুত দমকলে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন চলে আছে। ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিনের ঘটনায় কেউ আহত হয়নি। তবে অভিভাবকদের আশঙ্কা, গাড়িটি পার্ক থাকা অবস্থায় আগুন লাগার ফলে সেরকম কোনও দুর্ঘটনা ঘটেনি। গাড়িতে পড়ুয়া ভর্তি থাকলে বিপদ ঘটতে পারত। (আরও পড়ুন: বাংলাদেশে সেনাপ্রধানের পদ নিয়ে জল্পনার মাঝেই বড়সড় বদলের নির্দেশ ইউনুসের)
উল্লেখ্য, এ আগের দিনই শিলিগুড়িতে পড়ুয়া পড়ুয়া ভর্তি পুলকারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় ওই পুলকারে। শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের ওই পুলকারে সেই সময় অন্তত ১৪জন পড়ুয়া ছিল। তবে চালকের তৎপরতায় তারা কোনওরকমে রক্ষা পায় পড়ুয়ারা। (আরও পড়ুন: যাদবপুরে ‘আজাদ কাশ্মীর’ গ্রাফিতি বিতর্কে নাম জড়িয়েছে PDSF-এর, কে তারা?)
আরও পড়ুন: 'ছিঃ ছিঃ ছিঃ রে ব্যানার্জি...', ভাইরাল ওড়িয়া গানের প্যারোডি মমতাকে নিয়ে
জানা যায়, পুলকারটি চম্পাসারির দিক থেকে দেবীডাঙার দিকে যাওয়ার সময় আচমকাই গাড়ির সামনের দিক থেকে ধোঁয়া বের হয়। তার সঙ্গেই আগুনের ফুলকি বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে চালক গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেন। এরপর গাড়ি থামিয়ে পড়ুয়াদের একে একে নামিয়ে দেন। তারপরেই দাউ দাউ করে জ্বলে ওঠে পুলকার। আর এদিন প্রায় একই ঘটনা ঘটল বালিগঞ্জে। তবে এর আগেও বালিগঞ্জের একটি আগুন লাগার ঘটনা ঘটেছিল এক মাস আগে। বালিগঞ্জের ৬ নম্বর পাম অ্যাভিনিউের অশোক হল গার্লস স্কুলের তিন তলায় আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে এনেছিল। যদিও ঘটনার সময় স্কুল বন্ধ থাকায় সেভাবে দুর্ঘটনা ঘটেনি।